সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৪০ পূর্বাহ্ণ
পঠিত: ৫ বার

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা ও মারধরের অভিযোগ
উঠেছে। আহত সাংবাদিকের নাম আল আমিন আহমদ সালমান। তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। অপর আহত সাংবাদিকের নাম অনুপ তালুকদার অভি। তিনি দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পী হাসান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন ওই সাংবাদিকদের মারধর ও হামলা করেন ।
আহত সাংবাদিক আল আমিন আহমেদ সালমানকে বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শুক্রবার মধ্যনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষহন ও আহত সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর মধ্যবাজারের একটি চা- স্টলে উপজেলা বিএনপির দু’নেতা, স্থানীয় প্রবীণ সাংবাদিক ও অন্যদের সাথে বসে চা পান করছিলেন সাংবাদিক আল আমিন আহমেদ সালমান ও অনুপ তালুকদার অভি।
পুর্ব পরিকল্পিত ভাবে মধ্যনগরের সীমান্ত চোরাচালান সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে ওই সময়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পী হাসান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন চা ষ্টলে গিয়ে সাংবাদিক আল আমিন আহমেদ সালমানকে উদ্দেশ্য করে বলেন, তোরা দলের সিদ্ধান্তের বাইরে কোনো নিউজ করলে প্যান্ট খুইলা বাইরাইয়াম ( লাটিপেটা)। সাংবাদিক আল আমিন এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পী হাসান ও রায়হান উদ্দিন দুজনেই সাংবাদিক আল আমিনের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল -ঘুষি ও চর থাপ্পর লাথি মারতে থাকেন। একই ভাবে সাংবাদিক অনুপ তালুকদার অভিকেও তারা মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান সাংবাদিকদেরকে মারধর ও হামলার সময় চা স্টলে পূর্ব থেকেই বসা ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইযূম মজনু, স্থানীয় একজন প্রবীণ সাংবাদিক সহ আরো ক’জন।
শুক্রবার স্থানীয় ভাবে ও মধ্যনগর বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে যোগোযোগ করে জানা গেছে, বাপ্পী হাসান ও রায়হান উদ্দিন দুজনই উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক , সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূমমজনুর একান্ত অনুগত,লালিত ক্যাডার ।
এ ঘটনায় র্প্বূপরিকল্পিত ভাবে আব্দুল কাইয়ুম মজনুর ইন্দন রয়েছে বলে মনে করেছেন অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা।
কালের কন্ঠের মধ্যনগর প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান জানান, গত ৯ অক্টোবর কালের কন্ঠ পত্রিকায় মধ্যনগরে বেপরোয়া চোরাচালান চক্রের সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই সীমান্ত চোরাকারবারে জড়িত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা কর্মীরা আমার উপর ও সাংবাদিক অনুপ তালুকদার অভির উপর ক্ষুব্ধ হন। মূলত সংবাদ প্রকাশের জের ধরেই আমরা হামলা ও মারধরের শিকার হয়েছি।
শুক্রবার মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ূম মজনু সাংবাদিকদের মারধর, হামলার ঘটনায় নিজের ইন্ধন নেই দাবি করলেও ওই সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন হামলাকারীরা তার অনুগত, লালিত সন্ত্রাসী নয়।
সিলেট।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পাওনা টাকা নিয়ে সালিশ চলাকালে ছুরি দিয়ে যুবককে হত্যা আহত তিন

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

পিকআপের বডির নিচে একমণ গাঁজা গ্রেফতার ০২

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা মারধরের অভিযোগ

ব্যাটারী চালিত ভ্যানে করে মাদক পরিবহণ ৭২ কেজি গাঁজা’সহ একজন আটক

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় লীগ নেতা প্রাণ হারিয়েছেন।

বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ)’র বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কুমিল্লায় যৌতুকের জন্য মারধর ও যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আটক ০৩।

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা: জেলা প্রশাসক