সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং চান্দগাঁও থানা শাখার ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
পঠিত: ২৮ বার

গত ০৪ আগস্ট ২০২৪ রোজ রবিবার ১০.০০ মিনিটে

ফেনী জেলার মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করেন। উক্ত কর্মসূচিতে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতার সাথে ভিকটিম ছাইদুল ইসলাম (২০) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় এজাহার নামীয় আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে ছাত্র জনতার উক্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম পৃথক ০২ টি অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক ০২ জন আসামি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরোও জানায় যে,
সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতা গত ০৪ আগস্ট ২০২৪ রোজ রবিবার ১০.০০ মিনিটের সময় ছাত্র ছাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে দৌঁড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যায় এবং একপর্যায়ে আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়ে। আসামীগণ ফ্লাইওভারের উপরে উঠে ভিকটিম ছাইদুল ইসলাম এর শরীরের বিভিন্ন স্থানে ১৪-১৬টি গুলি করায় ভিকটিম আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা পুনরায় ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোঠা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে ভিকটিমের পিতা এবং ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় ৯৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১৪ আগস্ট ২০২৪ ইং, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩০৭/ ৩০২/১১৪/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ১০ নং ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ছাইদুল হক প্রকাশ রিফাত চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন সিডিএ এভিনিউ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ০৪. ৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১০ নং ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ছাইদুল হক প্রকাশ রিফাত (২৮), পিতা- ছালেহ আহম্মেদ, সাং- উত্তর ছনুয়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি হওয়ার কথা স্বীকার করে। অপরদিকে একই তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছাত্র-জনতার উপর নির্বিচারে আক্রমণ করে। এসময় ছাত্রলীগের চাঁদগাও থানা শাখার কার্যনির্বাহী সংসদের কুখ্যাত সদস্য অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ(২৫) দেশীয় ধারালো অস্ত্র দ্বারা আন্দোলনরত ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ চালায়। এছাড়াও, একই তারিখে অন্য আসামী সঙ্গীয় অপরাপর দেশীয় অস্ত্র-শস্ত্রে সন্ত্রাসীদের সাথে একত্রিত হয়ে হত্যার উদ্দেশ্যে ৬ নং পূর্ব ষোলশহর যুবদলের সাধারণ সম্পাদক ভিকটিম মোঃ মনছুর আলম এর পথরোধ করে তাকে এলোপাথারি মারধর করে এবং ধারালো অস্ত্র দ্বারা গুরুতর রক্তাক্ত যখম করে। এ সময় ভিকটিমের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে আসামি তার সঙ্গীদের নিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত লোকজন গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ১৫ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ০৮/১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/২৬১, তারিখ-০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম ছাত্র জনতার উপর আক্রমণকারী পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, বর্ণিত আসামি মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ(২৫) (বাংলাদেশ ছাত্রলীগ, চাঁন্দগাও থানা, কার্যনির্বাহী সংসদ এর সদস্য) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ ১১.২০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ (২৫), পিতা- আকবর আলী, সাং- বহদ্দারহাট, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি হওয়ার কথা স্বীকার করে। র্যাব আরোও জানায় যে, তাদের পিসিপিআর যাচাই করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মারামারি, অস্ত্র ও হত্যা চেষ্টা সংক্রান্ত ০৮টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে যথাক্রমে ফেনী জেলার ফেনী মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

ফেনীর ছাত্রলীগের সাধারণ সম্পাদক  বাড্ডা থেকে আটক

কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

লালমাই ধানী জমিতে ফারুকের মরদেহ উদ্ধার

চাঁদপুর র্যাব ১১ এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মোঃ ইয়াসিন’সহ ১৬ জন সক্রিয় সদস্য আটক

আজ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামী গ্রেফতার দুই

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কুমিল্লার বরুড়ার ১৩ নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের ভোগান্তির শেষ নেই।