সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের দাবি, নিখোঁজের ২ দিন পর মিলল অধ্যক্ষের মরদেহ

সূত্র: ইনডিপেনডেন্ট
অক্টোবর ২১, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: ১৯ বার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এদিকে নিখোঁজের দুই দিন পর ওই অধ্যক্ষের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রোববার  ঢাকার শাহবাগ থানা-পুলিশ অজ্ঞাত একটি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ঢামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কামাল হোসেন আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাতনামা মরদেহের ছবি প্রকাশ হলে নিখোঁজের দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ পাওয়া গেছে বলে আমরা নিশ্চিত হতে পারি। তবে কী কারণে বা কীভাবে তিনি মারা গেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিহত অধ্যক্ষের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার বলেন, ‘গত ১৮ অক্টোবর শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আমার স্বামী। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তাঁর সন্ধান মিলছে না।’

অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে কলেজে উপস্থিত হয়ে শিক্ষকদের বিষয়টি অবগত করেন সৈয়দা সুলতানা আক্তার। পরে নিখোঁজের বিষয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সৈয়দা সুলতানা আক্তার আরও জানান, গতকাল সন্ধ্যার পর মরদেহ আনার জন্য তাঁর ভাগ্নে এবং ছেলেরা  ঢাকায় গেছেন। এখনও আসেনি তাঁরা।

এদিকে অধ্যক্ষ মো. ফজলুর রহমানের মৃত্যুর খবরে পরিবার ও ছাত্র-শিক্ষকসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তাঁর সহকর্মীরা।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক ০২

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত

কেন্দুয়ায় তৎকালীন পুলিশের এস আই আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সদর দক্ষিনে ১৫টি চোরাই  গরুসহ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে ৪ ছাত্রদল নেতা আটক

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ, অভিযুক্ত ডাক্তার চৌধুরী বেজায় দাপুটে

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আলোকিত তারুণ্য সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্বেগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

সেনাবাহিনী -র‌্যাবের পোশাক পড়ে ডাকাতি, ১১ জনের ৫ জনই মধ্যে ডিফেন্সর সদস্য

মুরাদনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ মুরাদনগর।