বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সাতজন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৩১, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: ২৮ বার

র্যাব ১১ সিপিসি ২, বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্ভূক্ত জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ ০৭ জন মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়।

৩১ অক্টোবর ২০২৪ র্যাবের লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপত্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো ১৷ চৌদ্দগ্রাম থানার জগমোহনপুর এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা(২৪), ২৷ একই থানার বুশতলা এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল খালেক(১৯), ৩৷ চৌদ্দগ্রাম থানার ০২ নং বদরপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন(২৭), ৪৷ বরুড়া উপজেলার দেওড়া এলাকার আব্দুছ সাত্তারের ছেলে শরীফ হোসেন(৩৯), ৫৷ চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর এলাকার ছায়েদ মিয়ার ছেলে পারভেজ(৩৫), ৬৷ চৌদ্দগ্রাম উপজেলার কেছকী মোড়া এলাকার মৃত আবুএ কাশেমের ছেলে নূর নবী(২৮), ৭৷ বি- বাড়িয়া জেলার সরাইল উপজেলার তেরকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম(১৯) দেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ০১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত সাতজন দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেল গুলোতে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। কিছু হোটেলের মালিক/ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানা যায়। ট্রাকের চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য উক্ত খাবার হোটেল গুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে ড্রাইভার এবং হেলপাররা হোটেল গুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে এবং সেবন করে। মাদক সেবী ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্থ অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র্যা ব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদক সহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে

পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য

লালমাই ধানী জমিতে ফারুকের মরদেহ উদ্ধার

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

ওবায়দুল কাদের গ্রেফতার

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

বাঙ্গরায় জানালার গ্রীলে ঝুলেছিল মাদ্রাসা ছাত্রের লাশ, মৃত্যু নিয়ে রহস্য।

সাংবাদিকদের জন্য অনিরাপদ বাংলাদেশ?

কুমিল্লার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক পরান হত্যাকান্ডের মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার।

সেনাবাহিনী -র‌্যাবের পোশাক পড়ে ডাকাতি, ১১ জনের ৫ জনই মধ্যে ডিফেন্সর সদস্য