গ্যাসের দাম গত কয়েক মাসে একাধিকবার বৃদ্ধি করার পরও উন্নত মানের সরঞ্জাম ক্রয় করা না হওয়ার ফলে চলছে পুরাতন সরঞ্জাম দিয়ে। যার ফলশ্রুতিতে প্রেশার কম, গ্যাস সরবরহে বিঘ্নিত ঘটছে। ঈদের দিনও তার ব্যাতিক্রম নয়। গতকাল সন্ধ্যায় হঠাৎ গ্যাস চলে যায়, অনেক রাত করে লাইনে গ্যাস আসে। আজ পবিত্র ঈদের দিনেও তার ব্যক্তয় ঘটে নি। ভোর ৫ঃ০০ টা থেকে গ্যাস চলে যায় কুমিল্লা পদুয়ার বাজর বিশ্বরোডস্থ এলাকায় বিপাকে গ্রাহকরা। কয়েকটি পরিবারের সাথে কথা বলে জানা যায় যে, গ্যাসের গতকাল থেকে এ সমস্যা হচ্ছে। আমরা তো প্রতিমাসে বিল বাবদ কম টাকা দেই না, তাহলে কেন এমন হচ্ছে কখন গ্যাস আসবে তার জন্য অপেক্ষায় রয়েছেন। উক্ত বিষয়ে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশনে কন্ট্রোলরুমে ফোন করে জানতে চাইলে, টেকনিশিয়ান মিঠুন চন্দ্র দাস বলেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যে লাইন দিয়ে গ্যাস সরবরাহ করে থাকে প্রেসার কম থাকার কারণে লাইনে গ্যাসের বিঘ্নিত ঘটছে। উক্ত বিষয়ে তিনি বলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তা দেরকে অবহিত করেন কখন গ্যাস আসবে তার নির্দিষ্ট সময় বলতে পারছেন না।