চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে ফিরে গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। তবে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেননি।
হাসপাতালে চিকিৎসা নেওয়া পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মানিক, আব্দুর রবি, শামিম হায়দার এবং গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ৬ সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় মারধরে তিনিসহ ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক হোসেন জানান, হাসপাতালে চারজন আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারকে কল করলে রিসিভ না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।