আজ ১১ /০৬/২৪ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮,৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে অসহায় এবং গৃহহীনদের কথা শুনছেন। তারা জমি ও গৃহ পেয়ে আনন্দে কেঁদে দিচ্ছেন আবেগ আপ্লুত হয়ে।
একেক জেলা থেকে কনফারেন্সে যুক্ত হয়ে অসহায় দরিদ্র মানুষের কথা শুনছিলেন প্রধানমন্ত্রী।
এসময় এ সময় মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প, কালীগঞ্জ, উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের গৃহহীন মোসা শাহারুন বেওয়া গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন, প্রধানমন্ত্রী তার কথা শুনছিলেন মনোযোগ দিয়ে, কষ্টের কথা বলছিলেন প্রধানমন্ত্রীকে, এসময় প্রধানমন্ত্রী তাঁর কথা শুনে সমস্যা সমাধান এবং তাকে সহযোহিতা করার জন্য জেলা প্রশাসক, এবং ইউনও কে নির্দেশ প্রধান করেন। তখন মোসা শাহারুন বেওয়া খুশি হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার জন্য মোনাজাত দিতে গেলে উপস্থিত কর্মকর্তা তার হাতে থাকা মাইক কেড়ে নেয়। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার, জেলা প্রসাশক মোহাম্মদ উল্লাহ এবং জেলা পুলিশ সুপারসহ কর্মকর্তাবৃন্দগন। তখন প্রধানমন্ত্রী বলেন,এই এই এটা নাও কেন? এটা কেমন ধরনের কথা হলো, মোনাজাতের সময় মাইক কেড়ে নেওয়া, হোয়াট ইজ দিজ!