৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরনে হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ) বাংলাদেশ এর পক্ষ থেকে সারা বাংলাদেশের ন্যায় একযোগে হামদর্দ কুমিল্লা ও ফেনী জোনের ২৫টি শাখা সমূহে গরীব, অসহায়, ও দুহু রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা নগরীর হামদর্দ কান্দিরপাড় শাখায় বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।একই সাথে উপস্থিত সকলকে শরবত রুহ্-আফজা দিয়ে আপ্যায়ন করা হয়।
হামদর্দ কুমিল্লা কান্দির পাড় শাখার ফ্রি-মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ডাক্তার মোঃ আব্দুল কাদের (এম.বি.বি.এস)।
বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা ও ফেনী জোনের সিনিয়র জোনাল ম্যানেজার জনাব মোঃ খোরশেদ আলম, এবং কুমিলা কান্দিরপাড় শাখার মেডিকেল অফিসার জনাব হাকীম মোঃআব্দুর রশিদ ও হাকীম শিউলী আক্তার। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট গন্য মান্য ব্যক্তিবর্গ।