বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৪, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
পঠিত: ১৬ বার

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের আসামি করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি, কারও বিরুদ্ধে হয়রানি করতে মামলা দায়ের করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল পুলিশ লাইনসে সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে তিনি বরিশাল বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

এ সময় বরিশাল থেকে একজন পুলিশের কর্মকর্তাকে তুলে নেওয়া এবং ২৪ ঘণ্টায় তাঁর খোঁজ না পাওয়ার বিষয় তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়, ২৪ ঘণ্টায় আসামিকে আদালতে হাজির করার বিধানটি কি রহিত করা হয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিধানটি আছে।’ এ সময় পাশে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, কাউকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরে করার বিধান আছে। তবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার আগে গন্তব্যে নেওয়ার সময়টুকু এই ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে কাউন্ট হবে না। ওই পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে আদালতে তোলা হয়েছে।

বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ ব্যবস্থা না নেয়, তাহলে তা আইজিপির নজরে আনার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘এখন অনেক কেস হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের কেস করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য। যদি এ ধরনের কেস হয়, তাহলে বাদীকেও যেন অ্যাকশনের আওতায় নেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলারও দিয়েছি, যাতে এ ধরনের মামলা না নেওয়া হয়।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম ভারতীয় সাংবাদিকদের সমালোচনা করে বলেন, চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকেরা মিথ্যাচার করছেন। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের পুলিশ বাহিনীর মধ্যে যে যে আস্থার সংকট ছিল, তা কাটিয়ে উঠছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ বাহিনী আগের চেয়ে ইম্প্রুভ হচ্ছে, তবে পুরোপুরি হতে সময় লাগবে। আমি কিন্তু এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এ রকম কোনো আলাদিনের চেরাগ নেই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। এ জন্য সময় লাগবে, সময় দিতে হবে।’ এ সময় মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ সড়কপথে দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে পুলিশ লাইনসে গেলে সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সপ্তম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় তৈলকুপি দক্ষিণ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১১

চৌদ্দগ্রামের  যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

কুমিল্লায় র‍্যাব সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ মাঝিগাছা এলাকা হতে দলনেতাসহ ০৮ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার।

কুমিল্লা মনোহরগঞ্জে যুবদল কর্মীসভা অনুষ্ঠিত

কুমিল্লায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

২০১৬ সালে সেই মুক্তিযোদ্ধার ফাঁসি চেয়েছিল স্থানীয় আ.লীগ

কাঁচা মরিচের দাম ৪০০ ছুঁইছুঁই, সব্জির বাজারে আগুন

ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি: প্রকৌশলীকে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা