নিজস্ব প্রতিবেদক //
গত ৩১ /৫/২০২৪ইং তারিখে, বিকেল ০৪.২৫ মিনিটে ।কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৫নং সাহাপুর (দর্জিবাড়ি) মোঃ হারিজ মিয়ার বসত ঘর থেকে ৫২কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হন এস আই নুরুল হাকিম। এস আই নুরুল হাকিম গণমাধ্যমকে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীও ফোর্স নিয়ে হারিজ মিয়ার বসত ঘর ঘেরাও করি এবং ঘরের ভিতর ফ্রিজের পাশে লুকিয়ে রাখা ৫২
কেজি গাঁজা পাই ও ২জনকে গ্রেপ্তার করি ১জন পালিয়ে যায় । আসামিরা হলেন : ০৫ নং পাচঁথুবী ইউনিয়নের মোঃ হারিজ মিয়ার ছেলে মোঃ গোলাম রাব্বি(২৮),থানা-কোতোয়ালি ,জেলা কুমিল্লা, ০২। একই এলাকার আবুল হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন(২৪),থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,০৩। পলাতক আসামি হলেন একই এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন, থানা- কোতযালী, জেলা-কুমিল্লা, তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)সারণির১৯(গ)৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রুজু করা হয়।এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে গণমাধ্যমকে জানায় এস আই নুরুল হাকিম।