শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর কুমিল্লায় হবে না কুমারী পূজা

ঢাকা আউটলুক ডেস্ক :
অক্টোবর ১১, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
পঠিত: ৩৭ বার

সৃষ্টি-স্থিতি-বিনাশিনী দেবী দুর্গার আজ মহাষ্টমী। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার পাঁচ দিনের আয়োজনে মধ্যে খুব তাৎপর্য ও গুরুত্বপূর্ণ তিথি মহাষ্টমী। মহাষ্টমী ও মহানবমীর মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহাষ্টমীতে কোথাও কোথাও অনুষ্ঠিত হয় কুমারী পূজাও। তবে এ বছর কুমিল্লার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে না কুমারী পূজা।
সনাতন ধর্মাবলম্বীরা বারো মাসই বিভিন্ন ভাবেই দেব-দেবীর পূজা ও আরাধনা করে থাকেন। তবে বিশেষ তিথি-নক্ষত্রে বা বিশেষ দিনক্ষণে পূজা করার ফলে নানা সুফল প্রাপ্তি হয় বলে বিশ^াস করেন সনাতন ধর্মাবলম্বীরা। যে কোনও পূজা সম্পন্ন করার জন্য বিশেষ কিছু আচার ও রীতি পালন করতে হয়। পুষ্পাঞ্জলিও তেমনই একটি রীতি। এই প্রথায় পুষ্প অঞ্জলির মাধ্যমে দেবতার পূজো বা আরাধনা করা হয়। সপ্তমীর পূজা শেষে প্রতিটি পূজা মন্ডপে পুষ্পাঞ্জলী দিয়ে মাকে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা।
পঞ্জিকার তিথি অনুযায়ী আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে অষ্টমী তিথি শেষ। ওই তিথিতেই মহাষ্টমীর কল্পারম্ভ ও মহাষ্টমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং মহাষ্টমীর শেষ ২৪ মিনিট ও মহানবমী তিথির প্রথম ২৪ মিনিটের মধ্যে সম্পন্ন হবে সন্ধিপূজা। পুরাণমতে চন্ড এবং মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে দেবী দুর্গা এই সন্ধিক্ষণে বধ করেছিলেন। শাস্ত্রমতে সন্ধিপূজায় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। এই পূজায় দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা হয় এবং ১০৮টি প্রদীপ জ্বালানো হয়।
কুমিল্লা মহানগরীসহ ৭৪৮টি পূজা মন্ডপে দেবীর প্রতীমা পূজার পাশাপাশি ৩৪টি মন্ডপে ‘ঘট’ পূজা অনুষ্ঠিত হবে। মহাষ্টমী তিথিতে সব পূজা অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবার ভোর ৬টা ১২ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে মহানবমী পূজা। যে কারণে অনেক পূজা মন্ডপে আজ শুক্রবার মহাষ্টমী ও সন্ধিপূজার পরপরই মহানবমী পূজা সম্পন্ন হবে। এবার দেবী দুর্গার দোলায় আগমন।
বৃহস্পতিবার সপ্তমীপূজার মধ্য দিয়ে কুমিল্লার ৭৪৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় মহাসপ্তমী। সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর প্রতিটি পূজা মন্ডপে উৎসবে মেতে উঠেন ভক্ত দর্শণার্থীরা। ভীড় জমে পূজা মন্ডপগুলোতে।
কুমিল্লা রামকৃষ্ণ মিশন এর সভাপতি অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক জানান, ৫০ এর দশকে তিন বছর কুমিল্লায় কুমার পূজা অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ সালে ভারতের বেলুর মঠ কুমিল্লা রামকৃষ্ণ মিশনকে অধিগ্রহণ করায় ২০১১ সাল থেকে কুমিল্লাতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ২০২০ ও ২০২১ সালে করোনার প্রভাব থাকায় ওই দুই বছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি। এ বছর বিভিন্ন অসুবিধার কারণে এবং লোক সমাগম ঠেকাতে কুমারী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
কুমিল্লা মহানগরীতে ৬৬টি প্রতীমা পূজা ও ৩টি ঘট পূজা, আদর্শ সদর উপজেলায় ২৬টি প্রতীমা পূজা ও ১টি ঘট পূজা, দেবীদ্বার উপজেলায় ৮২টি, হোমনা উপজেলায় ৪৮টি, মুরাদনগর উপজেলায় ১৪৫টি, লাকসাম উপজেলায় ৩০টি প্রতীমা পূজা ও ৫টি ঘট পূজা, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১১টি প্রতীমা পূজা ও ১টি ঘট পূজা, বুড়িচং উপজেলায় ৩৬টি প্রতীমা পূজা ও ১টি ঘট পূজা, দাউদকান্দি উপজেলায় ৪১টি প্রতীমা পূজা ও ১৪টি ঘট পূজা, চান্দিনা উপজেলায় ৬৫টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২২টি, মনোহরগঞ্জ উপজেলায় ১১টি প্রতীমা পূজা ও ১টি ঘট পূজা, লাইমাই উপজেলায় ১৬টি প্রতীমা পূজা ও ১টি ঘট পূজা, বরুড়া উপজেলায় ৮৭টি প্রতীমা পূজা ও ৫টি ঘট পূজা, নাঙ্গলকোট উপজেলায় ১১টি, তিতাস উপজেলায় ১৪টি, মেঘনা উপজেলায় ৯টি, সদর দক্ষিণ উপজেলায় ২৮টি প্রতীমা ও ২টি মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেলের নতুন বাজার ষ্টেশন নির্মানের নামে নিরীহ ব্যক্তিকে ভিটেছাড়া করার পাঁয়তারা

কুমিল্লায় ডিবির অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার  ০২ 

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কাজ করে

চেয়ারেই বসে গেলেন শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

আলোকিত তারুণ্য সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্বেগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে জমি বিরোধের জেরে হামলা, আহত ১।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং চান্দগাঁও থানা শাখার ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য গ্রেফতার।