বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৩১ সদস্যগণ-কে বর্তমান কর্মস্থল হতে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিচার শাখা-৩ মোহাম্মদ ওসমান হায়দার) উপসচিব (প্রশাসন-১) এ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে ৩১ জনকে পদন্নোতি প্রদানসহ বদলি করা হয়।
এতে ২৬ নাম্বারে কুমিল্লা জেলার বাগমারা ইউনিয়ন এর অন্তর্গত বলিপদুয়া গ্রামের সন্তান মোহাম্মদ দিদার হোসাইন, যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা জজ) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা পদায়ন করা হয়েছে। উপরিবর্ণিত কর্মকর্তাগণ-কে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৩০/০৯/২০২৪ তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এ বিষয়ে মোহাম্মদ দিদার হোসাইন জানান সততা কর্ম নিষ্ঠার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।