গত ৫ই আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নগরীর পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল(১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মাসুদ করিম (৩৭) একই থানার দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার নুর মোহাম্মদের ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেয়ায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সৈকতে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে মাসুদের বিরুদ্ধে। এদিকে সী বীচে চাঁদাবাজীর অভিযোগ সহ টমটমের টাকা ও পতেঙ্গা এলাকার অলি গলিতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালনোর নিয়ন্ত্রণে মাসুদ করিম গং হিসেবে দায়িত্ব পালন করেন বলে ভুক্তভোগীরা জানান।
আটক হওয়ার পর মাসুদ কে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পতেঙ্গা থানা সূত্রে জানায়।