কুমিল্লা কোতয়ালী থানায় সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ও তার বাবা সাবেক সাংসদ আকম বাহার উদ্দিন ১৭৭ জন এজাহারভূক্ত এবং ২০০-৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ০৯ অক্টোবর মামলার বাদী আরাফ তুইয়াঁ (ভিক্টিম), সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
তিনি এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয় যে, স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচির ডাক দিলে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। ১নং, ২নং, ৩নং এবং ৪ নং আসামীদের হুকুমতে আসামীরা বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে হাতে রিভালভার, পিস্তল, ককটেল, রামদা, লাঠিসহ দেশীয় এবং বিদেশী অস্ত্রে সুসজ্জিত হইয়া হত্যা, দাঙ্গা, ত্রাস, জনমনে আতংকিত, ডাকাতি এবং জোরপূর্বক অপহরণ করে বা করতে সহায়তা করে। নিরস্ত্র ছাত্র জনতার উপর উদ্দেশ্য-প্রণোদিতভাবে গত ০৪/০৮/২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে, কোতওয়ালী মডেল থানাধীন টমছমব্রিজ মসজিদের পূর্বপাশেসহ মসজিদের আশপাশে ছাত্র-জনতা মিছিলে ৫নং আসামি ইমতিয়াজ মাহমুদ পিয়ানের নেতৃত্বে আনুমানিক ১৩০-১৮০ জন সন্ত্রাসী ছাত্র-জনতাকে লক্ষ করে ককটেল বিস্ফোরণসহ গুলি ছোড়ে। এতে করে ২০-২৫ জন গুলিবিদ্ধ হলে প্রাণের ভয়ে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বিবাদীগণের নাম
১| তাহসীন বাহার সূচনা (৪০), পিতাঃ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাং- ৪০১ মনোহরপুর (মুন্সেফ বাড়ি), ০২| আতিক উল্লাহ খোকন (৬০), মহানগর আওয়ামীলীগ সেক্রেটারী, পিতাঃ মৃতঃ নুরুল ইসলাম, সাং- ঝাউতলা, ০৩| আমিনুল ইসলাম টুটুল (অস্ত্রধারী) (৫৪), পিতাঃ রফিকুল ইসলাম, ঠিকানাঃ ধর্মপুর, ০৪| আব্দুল আজিজ সিহানুক (৩৭), সাবেক ছাত্রলীগ আহবায়ক, পিতাঃ মৃতঃ হেলাল উদ্দিন, সাং- মুন্সেফ বাড়ী, মসজিদের পশ্চিমে, ০৫| ইমতিয়াজ মাহমুদ পিয়াস (২৯), পিতা: আনিসুর রহমান, গ্রাম: গবিন্দপুর, কাজি বাড়ি, পশ্চিম পাড়া, ০৬| বিশ্বজিৎ বল বসু (৫২), পিতাঃ মৃতঃ রনজিৎ বল বসু, সাং- গাংচর, পানপট্টি, ০৭| মোঃ জহিরুল ইসলাম রিন্টু (অস্ত্রধারী) (৪৫), স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, ঠিকানাঃ ইসলামপুর রোড, ০৮| হাবিবুর রহমান আল আমিন সাদী (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ বন্ধু মিয়া, ঠিকানাঃ ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, ০৯| ইমতিয়াজ মাহমুদ পিয়াস (২৯), পিতা: আনুদুর রহমান, গ্রাম: গবিন্দপুর, কাজি বাড়ি, পশ্চিম পাড়া, ১০| সালেহ আহমেদ রাসেল (অস্ত্রধারী) (৪৫). যুব ক্রিড়া সম্পাদক, পিতাঃ মৃতঃ সেকান্দার আলী মাষ্টার, ঠিকানাঃ সাং- জামিরা, থানাঃ লালমাই, বর্তমান সাং- ঠাকুরপাড়া (আলিফ টাওয়ার, মদিনা মসজিদ), ১১| জহির কামাল (৫২) (মুরগী জহির) (অস্ত্রধারী), পিতাঃ মৃভঃ আলী নওয়াব মিয়া, সাং- দক্ষিণ ঠাকুর পাড়া, ৮নং ওয়ার্ড, ১২| আবুল হোসেন (ছাটন (৪১), পিতাঃ আবুল কাশেম, সাং- বিষ্ণুপুর মৌলভী পাড়া ১নংওয়ার্ড, ১৩| মুফাসসির হোসেন রবিন (৪০), পিতাঃ শানু মিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, ১৪| অতি (৩৫), পিতাঃ ইট কামাল, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, ১৫| আমজাদ হোসেন পাভেল ওরফে মাওরা পাভেল (৪০), (অস্ত্রধারী), পিতাঃ বাবুল মিয়া, সাং- চানপুর, ১৬| নূর মুহম্মদ সোহেল (৩৫) ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মহানগর, পিতাঃ অজ্ঞাত, সাং-অজ্ঞাত, ১৭| জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪০), পিতাঃ মোঃ শাহজাহান চৌধুরী, গাংচরালল, ১২. থালাঃ বুড়িচং, বর্তমানে, গোমতী রিভারভিউ, কাপ্তানবাজার, ১৮| সোহেল রানা, পিতা:মৃত মমতাজ উদ্দিন, মাতা: রোকেয়া বেগম, গ্রাম: দক্ষিন রামপুর, ডাকঘর:আহমদ নগর, উপজেলা: কুমিল্লা সদর দক্ষিন, জেলা: কুমিল্লা, ১৯| এ এম এম মহিন (৪২), পিতাঃ আব্দুর রশিদ, সাং- খয়রাবাদ (গঙ্গামন্ডল), খানাঃ দেবিদ্বার, বর্তমানে, আনোয়ার হাউজিং, শাসনগাছা, ২০| মোঃ খোরশেদ আলম (৫৫), পিতাঃ মোঃ আব্দুল খালেক, সাং- শান্তিমহল, গর্জনখোলা, ২১| রফিকুল ইসলাম হিরা (৫৫), পিতাঃ মৃতঃ মোঃ আনু মিয়া, সাং- উত্তর লাকসাম, থানাঃ লাকসাম, বর্তমানে, জি-৭ কসবা হাইজ, রাণীর দিঘী উত্তর পাড়, ২২| জামাল (৩৫) (অস্ত্রধারী) পিতা-অজ্ঞাত, সাং-দক্ষিন চর্থা (হাফেজ বাড়ির ভাড়াটিয়া), ২৩| ভুট্টু (৫০), (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতাঃ মত সুলতান মিয়া, সাং-দক্ষিণ চর্থা, ২৪| সানি (২৮) (অস্ত্রধারী), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা (কালু মিয়া মসজিদের উল্টা দিকে পীর বাড়ী), ২৫| মাহাবুব আলম (অস্ত্রধারী) (৫০), পিতাঃ মৃতঃ রতন মিয়া, সাং- উজির দিঘির পাড়, ২৬| সরকার মাহমুদ জাবেদ (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ এড. আব্দুর রউফ, ঠিকানাঃ ৬নং ওয়ার্ড কাউন্সিলর, ২৭| গোলাম সারওয়ার শিপন (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ শাহীন মিয়া, ঠিকানা: ২নং ওয়ার্ড কাউন্সিলর, ২৮| সৈয়দ রায়হান (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ আবির আহমেদ ফটু ঠিকানা: মোগলটুলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর, ২৯| আবুল হাসান (অস্ত্রধারী) (৪৫), পিভাঃ আনু মিয়া, ঠিকানাঃ কাউন্সিলর সদর ২৭ ওয়ার্ড কুমিল্লা মহানগর, কুমিল্লা সিটি কর্পোরেশন, ৩০| শাহ আলম (অগ্রধারী) (৪০), পিতাঃ মৃতঃ ছিদ্দিকুর রহমান, ঠিকানা-অজ্ঞাত, ৩১| আশিকুর রহমান শিমুল (অস্ত্রধারী) (৪৮), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, উভয় সাং- দৌলতপুর কোনাবাড়ি, ৩২| মতিউর রহমান (অস্ত্রধারী) (৩৫), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, সাং-দৌলতপুর (কানাবাড়ি, ৩৩| মহিন (অস্ত্রধারী) (৪৮)- পিতা: মৃতঃ খোকন মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া (ডাক্তারবাড়ি), ৩৪| জিয়াউল হাসান মাহমুদ (অস্ত্রধারী) (৫৬), পিভাঃ খোরশেদ আলম রেনু, দৌলতপুর (পূর্বপাড়া), ৩৫| সোহেল (অস্ত্রধারী) (৩৫), পিভাঃ ইয়াসিন মিয়া, ঠিকানা- অজ্ঞাভ, ৩৬| কাজী এমদাদ (অস্ত্রধারী) (৩২), পিতাঃ নুরুল ইসলাম, সাং- মাটিয়ারা, থানা-সদর দক্ষিণ, ৩৭| মনির (অস্ত্রধারী) (৩৭), পিতাঃ মৃতঃ খোকন মিয়া, সাং- দৌলতপুর, ৩৮| জহিরুল ইসলাম (৪৩), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৩৯| ফখরুল ইসলাম রুবেল (৪০), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৪০| মোশারফ হোসেন (মজুমদার) মুন (২৬), (সাধারন সম্পাদক, ছাত্রলীগ), পিতা আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা-সদর দক্ষিণ, ৪১| রেজাউল করিম রাজন মেম্বার (৫০), পিতা- অজ্ঞাভ, সাং দৌলতপুর, ৩নং দূর্গাপুর ৩নং ওয়াড, খানা-কোতয়ালী মডেল, ৪২| চিত্ত রঞ্জন ভৌমিক (৫৫), পিতা- গোপাল কৃষ্ণ ভৌমিক, সাং- রামঘাটলা, কান্দিরপাড়, ৪৩| সেলিম (৫৮), পিতাঃ আলী আহমেদ, বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৪৪| অপু (৪৭), পিতাঃ হোসেন ড্রাইভার, দৌলতপুর, কোনাবাড়ি, ৪৫| সজিব (৪৫), পিতাঃ রফিক ড্রাইভার, দৌলতপুর, দপ্তরিবাড়ি, ৪৫| মোহাম্মদ (৫৮), পিতাঃ মৃত বাচ্চু মিয়া, সাং-বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, ৪৬) আবদুল কাদির (৬২), পিতাঃ আবু তাহের, বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, ৪৭| শরীফ (৫০) পিতাঃ মনু মিয়া, বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, সর্বখানা: লাকসাম, ৪৮| শাহিনুল ইসলাম শাহীন (৪৭) যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ৪৯| শাখায়াত (৫৫) পিতা: মোস্তফা, বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৫০| মোজাহার উদ্দিন প্রকাশ: সেন্টু (৬০), পিতা: মৃত বাচ্চু মিয়া, সাং- দক্ষিণ চর্থা, ৫১| জহিরুল কামাল (৫২)প্রচার ও প্রকাশনা সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ঠিকানা-অজ্ঞাত, ৫২| (মাখলেসুর রহমান (৫৭) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ঠিকানা-অজ্ঞাত, ৫৩| রাসেল, (৪৮) পিতাঃ আব্দুল গফুর, বড়বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৫৪| ওবায়েদুর রহমান (৫৩) পিতাঃ আবুল বাসার, সাং-বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৫৫| মনছুর আহমেদ মুন্সী (৫০), পিতা: মৃত মালেক মিয়া, গ্রাম: রাজঘাট ৫ নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, ৫৬| মহব্বত আলী (৪৫), পিতা: আবদুল আজিজ, গ্রাম: পাইকপাড়া, ২নং ওয়ার্ড, লাকসাম পৌরসতা ৫৭| শাহ আলম (৪৪), পিতা : আবদুর রহিম, গ্রাম: তাঁতীপাড়া, লাকসাম পূর্ব ইউনিয়ন, থানা: লাকসাম, ৫৮| জমির উদ্দিন খান জম্পি (৫২) (কাউন্সিলর ৯নং ওয়ার্ড), পিতা- অজ্ঞাত, সাং- বাগিচাগাও, খানা-কোতয়ালী মডেল, ৫৯|) নিজাম উদ্দিন শামীম (৪৭), পিতা: এ কে এম ফজলুল হক.গ্রাম: মোহাম্মদপুর, পোস্ট: গাজীমুড়া, লাকসাম, ৬০| মো: ওমর ফারুক (৪২), পিতা: নূরুল ইসলাম, গ্রাম: ইরুয়া, পোস্ট: আউশপাড়া, লাকসাম, ৬১| জাকির হোসেন (৪৫), পিতার নাম: ইউসুফ আলী, গ্রাম: বার পাড়া, পোস্ট অফিস: চাঁপাপুর, ইউনিয়ন:জানাথপুর থানা: কোতয়ালী মডেল, ৬২| মোঃ রফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আনু মিয়া, গ্রাম: উত্তর লাকসাম, ৪নং ওয়ার্ড, লাকসাম উপজেলা, ৬৩| শহিদুল ইসলাম শাহীন (৫০), পিতা: মৃত- মহরম আলী, গ্রাম: নগরীপাড়া, ২নং মোদাফফরগঞ্জ, থানা:লাকসাম, ৬৪| কবিরুল ইসলাম শিকদার (৫৪) ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ৬৫| মাষ্টার নুরুন্নবী (৫০), পিতাঃ অজ্ঞাত, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৬| কাজী রফিকুল হোসেন বাবুল (৩৬), পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৭| সামদানি (৩৮), পিতাঃ অজ্ঞাত, সাং- মদিনা মসজিদ, ৬৮| সাইফুর রহমান (৪২), পিতাঃ মুনশী, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৯| রিফাত (৩৩), পিতাঃ মৃতঃ কাশেম মিয়া, সাং-দৌলতপুর, গাজিবাড়ি, ৭০| শরিফ (৩২), পিতাঃ জামাল মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, ৭১| সজিব (২৯), পিতাঃ রফিক ড্রাইভার, দৌলতপুর, দপ্তরিবাড়ি, ৭২| সুজন (৩২), পিতাঃ মৃতঃ আবদুল জলিল, সাং- দৌলতপুর, কোনাবাড়ি, ৭১) রাব্বি (৩৫), পিতাঃ ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, দৌলতপুর, দপ্তরিবাড়ি, ৭৩| মোঃ আল আমিন অপু (৩২), পিতাঃ মোঃ হোসেন, সাং- দৌলতপুর, ৭৪|মোঃ আনোয়ারুল হাসান খান (৪৫), পিতাঃ আঃ মতিন খান, গোবিন্দপুর, ৭৫| গোলাম হায়দার রনি (৫৪), পিতাঃ মৃত: আবদুর রাজ্জাক, সাং-দৌলতপুর, ৭৬| কামরুল হাসান (৩৮), পিতাঃ আরমান হোসেন, সাং- চানপুর, ৭৭| শাহাদাত হোসেন (৪৫), পিভাঃ অজ্ঞাভ, সাং- চানপুর, ৭৮| আল-আমিন (৫৬) পিতা ইদু মিয়া, সংরাইশ ১৬ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, কুমিল্লা, ৭৯| বাবুল মিয়া (৫০) (ট্রাক্টর বাবুল), পিতা: মৃত সরাফত আলী, সাং-জগন্নাথপুর, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, কুমিল্লা, ৮০|ফারুক মিয়া (৫৫) পিতা: মৃত সেলিম মিয়া, সাং-জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮১| জনি মিয়া (৫১) পিতা: মৃত পেট কাটা খলিল, জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮২| জলিল খন্দকার (গুচ্ছা জলিল) (৩৬), পিতা: আরবের রহমান, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, জগন্নাথপুর, ৮৩| রিয়াজ মিয়া (৩০), পিতা: আলম মিয়া, জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, কোভোয়ালি, ৮৪| কালা মিয়া (ডক কালু) (২৬), পিতা: মৃত মফিজ মিয়া, খামার কৃষ্ণপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৫| হাসান মিয়া (২১), পিতা: আনোয়ার হোসেন, জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৬| (হাসেন (৩৫), পিতা: কোরবান আলী, গ্রাম: কৈত্রা, পোস্ট: উত্তর গাজীপুর, থানা: লাকসাম, ৮৭| শহিদ মিয়া (২০), পিতা ওহিদ মিয়া, খামার কৃষ্ণপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৮| জাহাঙ্গীর খন্দকার (৩৭), পিতা: সাহাজান খন্দকার, জগন্নাথপুর ইউনিয়ন, জগন্নাথপুর, ৮৯| মো: পাবেল (২২), পিতা: মৃত লতিফ মিয়া, সাং সংরাইশ ১৬ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন,৯০| মো: শাহীন মিয়া (৩২) পিতা: শাহালম মিয়া, সাং- জমনাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৯১| ইউছুফ মিয়া (৩০) পিতা: মৃত আক্কাছ মিয়া, ইউনিয়ন জগন্নাথপুর, ৯২| (মোহাম্মদ আলী (৪৮), পিতা- ছেরাজল হক, গ্রাম-আসরা, পো:উত্তর গাজীপুর, ১ নং বাকই দক্ষিণ ইউনিয়ন, লাকসাম, ৯৩| রবিউল আলম বনি (৪২), পিতা মৃত: খোকন মিয়া, সাং: দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশনের, ৯৪| সহিদুল ইসলাম দিলিপ (৪০) পিতা: মালেক মিয়া, সাং: দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশনের, ৯৫| আব্দুল কাইয়ুম (১৯), পিতা: শাহ-জালাল, গ্রাম: গাংচর ফেনাপুকুরিয়া, থানা: দেবিদ্বার, ৯৬| জাকির হোসেন (ওরফে তুতলা জাকির) (৩৫), পিতা: মৃত খোরশেদ আলম, গ্রাম: গান্দ্রা ভাবনার পার, খানা: মুরাদনগর, ৯৭| নূরুল ইসলাম (৪৬), পিতা-ছেরাজল হক, গ্রাম-আসরা, পো:উত্তর গাজীপুর, ১ নং বাকই দক্ষিণ ইউনিয়ন, লাকসাম, ৯৮| মাহাবুব হাসান রিংকু (৩৫), পিতা: আনিসুর রহমান, গ্রাম:গাংচর ফেনাপুকুরিয়া, থানা: দেবিদ্বার, ৯৯| আজিম (৪২), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- বারপাড়া, পোঃ চাপাপুর, থানা-কোতয়ালী মডেল, ১০০|পাভেল (৪৫), পিতা-কবির উদ্দিন, সাং- দক্ষিণ চর্থা, ১০১|. তাহসিফ রেজা আকাশ (৩৭), পিতা-আবু সাঈদ, সাং-রেইসকোর্স, ১০২| আল আমিন (২৫), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিণ চর্থা (খিরাপুকুরপাড়, বেন্ডার বাড়ী), ১০৩| হাসান (৫৫), পিতা-আরমান হাসান, সাং-শুভপুর (চানপুর), ১০৪| মাহিন আহম্মেদ (৪৯), পিতা-আব্দুর রজ্জাক, সাং-কাপ্তান বাজার, ১০৫| ইসতিয়াক (৪৫), পিতা-কবির হোসেন, সাং-দক্ষিন চর্থা, ১০৬| আপন (৪৫), পিতা-জাকির হোসেন, সাং-নূরপুর চৌমুহনী, ১০৭| নবির দত্ব (৫৭), পিতা-তৃদিগ দত্ব প্রকাশ বাপ্পি, সাং-মনোহরপুর, ১০৮| সহি উদ্দিন ফয়সাল সাহি (৫৮), পিতা, আব্দুল মতিন, সাং শ্রীপুর বড় বাড়ী, ওর্য়াড ৩, খানা চৌদ্দগ্রাম, ১০৯| নাসির উদ্দিন নাজিম (৫৮), কাউন্সিলর ৪নং ওয়াড কাপ্তান বাজার, থানা: কোতয়ালী, ১১০| গোলাম সিদ্দিকী পলিন (৪৫), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং ৪নং ওর্য়াড কাপ্তান বাজার, ১১১। শাহরিয়ার রিপন (৪৫), পিতা- আব্দুল মান্নান, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ১১২| আসাদ হোসেন রাসেল (৪২), পিতা- আইয়ুব আলী, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১১৩| কামাল উদ্দিন ভেন্ডার মেম্বার (৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-রত্নবর্তী (বড় বাড়ী), ১১৪| আনোয়ার হোসেন মিঠু (৪২), পিতা- মৃত আমির হোসেন, সাং- মোগলটুলী, ১১৫| আসাদ হোসেন অভি (৫৫), পিতা-মৃত মহিউদ্দিন, সাং ৪নং ওয়ার্ড কাপ্তান বাজার, ১১৬| কাজী সোহেল হায়দার (৫৬) (মহানগর কৃষকলীগ সাধারন সম্পাদক), পিতা মৃত জুলফিকার হায়দার, সাং- ধর্মসাগরপাড়, ১১৭| মো: মাহিন আহম্মেদ (২৫), পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং- ৪নং ওয়ার্ড কাপ্তান বাজার, ১১৮| বাবু (৩৭), পিতা- মনিরুল ইসলাম, সাং- ডুমিরিয়া, চানপুর, ১১৯| ফয়সাল, পিতা আনার মিয়া, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১২০| মোঃ রিয়াদ (৩৫), পিতা: আবু ফয়েজ, সাং ৪নং ওয়ার্ড কাপ্তান বাজার, ১২১| কামরুল হাসান ঈদন মেম্বার (৫০), পিভা আবদুর রহমান, সাং পূর্ব কালিকাপুর (পাচথুবী), ১২২| বোরহান উদ্দিন (৪৫), পিতা- মৃত শহিদুল ইসলাম চৌধুরী, সাং ছোবহানিয়া মসজিদের পাশে, ১২৩| বাপ্পি খন্দকার (যুবলীগ নেতা) (৫৮), পিতা- অজ্ঞাত, সাং চানপুর, ১২৪| সোহান চৌধুরী (৫৫), পিতা- সেলিম চৌধুরী, সাং কিছমত চানপুর, ১২৫| মো: আবুল খায়ের, পিতা- মৃত শফিকুল ইসলাম (ডাক নাম শফিক মিয়া), মাতা- মৃত মোসা: খালেদা বেগম, গ্রাম: পশ্চিম মাঝিগাছা, ইউনিয়ন: ৫ নং পাঁচথুবী, থানা: কোতয়ালী মডেল, ১২৬| আনোয়ার হোসেন কাউন্সিলার (৫৫), পিতা-মৃত হামিদ আলী, সাং- দিশাবন্দ, ২০নং ওয়ার্ড, খানা-সদর দক্ষিন, ১২৭| আবদুস ছাত্তার কাউন্সিলর (৫০), পিতা-মৃত মন্ত্র মিয়া, সাং-গোয়ালমভন, ২৬নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, ১২৮| মোহাম্মদ মাওলা (৬০), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, ১২৯| আবদুল হালিম, পিতা-আঃ মালেক, সাং-কচুয়া (২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৩০| মো: জাফর আহাঃ শিপন, পিতা-ফজল হক, গ্রাম-দ: বিজয়পুর (রাঙ্গামুড়া), থানা-সদর দক্ষিন, ১৩১ মোঃ শামীম (৬৮), পিতা-অজ্ঞাত, সাং- ঠাকুরপাড়া, ১৩২| দুলাল হোসেন অপু (৩২), পিতা-আব্দুস সাত্তার, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৩৩| মো: হাসান (৩০), পিতা-তানজির আহাম্মদ, সাং-মুন্সিবাড়ী মোস্তফাপুর, (গোপিনাথপুর), থানা-সদর দক্ষিন, ১৩৪| মো: শাখাওয়াত হোসেন (৪০), পিতা-নজিরআহা, সাং-শ্রীবল্লভপুর (সওদাগর বাড়ী), থানা-সদর দক্ষিন, ১৩৫| মোঃ খোরশেদ আলম (৪৫), পিতা মৃত আক্তারুজ্জামান সাং- দঃ গোপালনগর, থানা-সদর দক্ষিন, ১৩৬| মো: সাইনুল ইসলাম, পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং-শ্রীবল্লভপুর (হাজীবাড়ী, ২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৩৭|আমির হোসেন ছিদ্দিক (৪২), পিতা মৃত গফুর মিয়া, সাং-দৌয়ারা, থানা-সদর দক্ষিন, ১৩৮| আক্তার হোসেন (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং-মধ্যম আশ্রাফুর (মাজারের কাছে), থানা-সদর দক্ষিণ, ১৩৯| মো: রাসেল হাসান (২৭), পিতা-বাবুল মিয়া, সাং-শ্রীমন্তপুর (২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, ১৪০| মোঃফাহিম কবির (২০) (অস্ত্রধারী), পিতাঃ মোঃ হুমায়ুন কবির (সাবেক (মম্বার)ও ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাং বারচ্ছন্না (হুমায়ুন মেম্বারের বাড়ী), দূর্গাপুর, ১৪১| রবিন (হাসেন (২৭), পিতা-মৃত আঃ কাদের, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, ১৪২| আল আমিন (২৩), পিতা- জসীম উদ্দিন,, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৪৩| সুমন দাস, পিতা-যোগেশ চন্দ দাস, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৪৪| রাফি হোসেন (২৪), পিতা-ইসহাক মাষ্টার, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, ১৪৫| মোঃ আবুল খায়ের (৪২) (অস্ত্রবাজ), পিতা: মৃত আবুল হাসেম, সাং: সীমাইলখাড়া, বুড়িচং, বর্তমান ঠিকানা: বারচ্ছনা, দুর্গাপুর, ১৪৬| মো: শাহাদাৎ হোসেন (৩৫), পিতা-মৃত আঃ বারেক, সাং-বল্লভপুর (২৬নং ওয়ার্ড), থানা- সদর দক্ষিণ, ১৪৭| মাহাবুল হক রানা (৩৫), পিতা বাবুল মিয়া, সাং-মোহম্মদপুর, পো: বাজার চৌয়ারা, থানা- সদর দক্ষিন, ১৪৮| মো: নাজমুল হাসান শামীম, পিতা-মৃত আঃ হালিম, সাং-জাঙ্গালীয়া, ২১নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, ১৪৯| হালিম (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০নং ওয়ার্ড), খানা-সদর দক্ষিণ, ১৫০| মোঃ গিয়াস উদ্দিন রুবেল (৩২) (অস্ত্রধারী ও যোগানদাতা), পিতা: মোঃ মফিজুল ইসলাম (কাস্টমস ড্রাইভার), সাং: (দেওয়াবাগী খানকার পাশে বাড়ী), দূর্গাপুর, ১৫১| জালাল (৩৪), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০ নং ওয়ার্ড), খানা-সদর দক্ষিণ, ১৫২| আলম মোস্তফা (৫০), পিতা-মৃত আলী আক্কাস, সাং- দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৫৩| হারুন মাষ্টার, পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), খানা-সদর দক্ষিন, ১৫৪| নাহিদ (২৮), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম-আড়াইউড়া (পূর্বপাড়া, বিদ্যাসগর রোড মোল্লাবাড়ি), ১৫৫| সোহেল রানা ভূঁইয়া পিতা:অজ্ঞাত, সাং- জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, যুবলীগের সভাপতি, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, ১৫৬| নাসির, পিতা-আবু তাহের, সাং-নন্দনপুর, থানা-কোতয়ালী মডেল, ১৫৭| বাদল, পিতা শাহজাহান, সাং-চান্দিনা, থানা-চান্দিনা, ১৫৮| ফারুক, পিতা মৃত আবদুস সাত্তার, গ্রাম-শিমপুর, ১৫৯| তানভির (২৫), পিতা-জাকির হোসেন, সাং-বাতাবাড়িয়া, থানা-সদর দক্ষিন, ১৬০| মো: মালেক (৫৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আড়াইওরা (মধ্যপাড়া ভূইয়া বাড়ি), খানা-কোতয়ালী মডেল, ১৬১| আসলাম মেম্বার (৪০), পিতা- আসকর খান, সাং- আড়াইওরা (খান পাড়া), ১৬২| মোঃ ফিরোজ মিয়া (৬০), পিতা-আড়াইওরা (পশ্চিম পাড়া, চেয়ারম্যান বাড়ী সংলগ্ন), ১৬৩| তোফায়েল (৪৩) (অস্ত্র), পিতা মৃত সুরুজ মিয়া, কালিয়াজুরী, উত্তর বড় বাড়ী, শিল বাড়ী রোড, ১৬৪| জাকির হোসেন (৪৫), পিতার নাম: ইউসুফ আলী, গ্রাম: বার পাড়া, পোস্ট অফিস: চাপাপুর ইউনিয়ন: জানাথপুর, ১৬৫| কামাল (৫২), পিতা-মৃত আলী মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি রোড, ১৬৬| রাহাদ (৪৩) পিতা- বশির মিয়া, সাং-কালিয়াজুড়ি, বড় বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬৭| মোঃ মিজানুর রহমান (৫০), পিতাঃ বজলুর রহমান, সাং: দিঘীরপাড় (মেম্বার বাড়ী), দূর্গাপুর ইউপি, ১৬৮| রিমন (৩২) পিতা-মৃত মতিন মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি, ১৬৯| নাছিম (৪২), পিতা–মৃত সামছুল আলম, সাং-কালিয়াজুড়ী (বড় মাঠের পাশে), ১৭০| হান্নান (৫৮), পিতা-খলিল ড্রাইভার, সাং-কালিয়াজুড়ী (মুরাদ মিয়ার গলি), ১৭১| মোতালেব (৫৫), পিতা-মৃত মনছুর আলী, সাং-কালিয়াজুড়ি, চৌধুরী বাড়ী, ১৭২|কুদ্দুস (৪৩), পিতা-মৃত রোকন মিয়া, সাং-কালিয়াজুড়ি (হাফেজ গলি), ১৭৩| শিমুল হোসেন সওদাগর (৪৩), পিতা-মৃত আম্বর আলী, সাং-কালিয়াজুড়ি (বড় মাঠ), ১৭৪| কাউছারা বেগম সুমী (৪৫) (কাউন্সিলর), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-কালিয়াজুড়ি (ভূইয়া বাড়ী রোড), ১৭৫|অদ্ভুত আহম্মেদ চারু (৬০), পিতা মৃত সুরুজ মিয়া, সাং-ডুমুরিয়া (চাঁনপুর), ১৭৬|(পয়ার আহম্মদ (৫৭), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং- ডুমুরিয়া (চানপুর), ১৭৭| রাশেদ, পিতা- কাদু মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, দূর্গাপুর ইউপি, ২ নং ওয়ার্ড, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা সহ আরো অজ্ঞাতনামা ২০০-৩৫০ জন।