সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বশেষ বার্তা দেওয়া হচ্ছে যে, কুমিল্লার অভ্যন্তরে পুলিশ লাইন, থানা এবং ট্রাফিক অফিস থেকে লুটকৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার শেষ সময় শুক্রবার ০৯ আগস্ট, সন্ধ্যা ৬ টা (স্থানঃ নিকটবর্তী যে কোন থানা অথবা নিকটবর্তী অস্থায়ী সেনা ক্যাম্প, কুমিল্লা)। আরও বলা যাচ্ছে যে, গোয়েন্দা তথ্য অনুযায়ী শহরের কিছু এলাকায় এখনো অস্ত্র নিয়ে দূর্বৃত্তদের ঘোরাফেরা ও নাগরিকদের উপর বলপ্রয়োগ করার খবর পাওয়া গেছে। সতর্ক করে দিয়ে শেষবারে মত বলা হচ্ছে, উপরে বর্ণিত সময়ের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনে ব্যবস্থা নেয়া হবে। স্বেচ্ছায় অস্ত্র জমাদানকারীকে সাধারণ ক্ষমা করা হবে। অস্ত্র লুটে জড়িত কিন্তু সেগুলো জমা দেননি এসব ব্যক্তির নাম-ছবি, পরিচয় নিম্নোক্ত নাম্বারে (WhatsApp) এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০
(কুমিল্লা আর্মি ক্যাম্প)
© www.newsnewstbd.com
নিউজনেস্ট