মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ঘুষ দুর্নীতির সুবিধা নিতেন ওসি!

আহমেদুল আরেফিন শুভ:
জানুয়ারি ৭, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
পঠিত: ১৪ বার

২০১৭ সালে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এমপির স্ত্রী জয়া সেনগুপ্তা উপ-নির্বাচনে জয়ী হলে সুচতর সুবিধাভোগী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল হকের আত্মীয় পরিচয়ে নিজেকে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার দোহাই দিয়ে শাল্লা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পোষ্টিং বাগিয়ে নেন।

ওসি দেলোয়ার ব্রাম্মণবাড়িয়া জেলার বাসিন্দা হওয়ায় একই জেলার আইনমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সুবিধা নিয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় পোষ্টিং পেতে এবং দাপট দেখাতে।

অনুসন্ধানে জানা গেছে- শাল্লা থানায় ২০১৭ সালের ১১ জুলাাই ওসি হিসাবে যোগদানের পর ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওসির দায়িত্বে থাকাকালীন সময়ে পতিত আওয়ামী সরকারের তৎকালীন আইনমন্ত্রীর দাপট দেখিয়ে ওই থানায় মামলা বাণিজ্য, থানায় যাওয়া ভোক্তভোগীদের নানা হয়রানী, অসদাচরণ পোষাকী ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম, ঘুষ দূনীতিতে জড়িয়ে পড়েছিলেন দেলোয়ার। সেই থানাতেও বেশী দিন ঠিকতে পারেননি দেলোয়ার। তাকে প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোয়জ্জেম হোসেন রতনের সাথে সখ্যতা গড়ে তোলে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবে দাবি করে অনেকটা কৌশলে আস্থাভাজন হয়ে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ধর্মপাশা থানার ওসি হিসাবে যোগদান করেন দেলোয়ার।

এরপর আর তাকে পেছনে ফিরে থাকাতে হয়নি। মামলা বাণিজ্য, জুয়ার আসর চালানো, চোরাচালান বাণিজ্য, মাদক কারবারিদের সাথে সখ্যতা, জলমহাল দখল পাইয়ে দিতে একাধিক জলমহাল ব্যবসায়ীর নিকট থেকে দু’হাতে কামিয়েছেন ঘুসের টাকা।

বিধিবাম ওই সময়ে তার বেপরোয়া ঘুস বাণিজ্য, নানামুখী গণহয়রানীতে সংক্ষুদ্ধ হয়ে তাকে প্রত্যাহার ও বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন এবং সমাবেশ করেন ধর্মপাশা উপজেলা সদরে।

২০২১ সালের ৫ এপ্রিল পর্য়ন্ত দায়িত্বরত থাকা অবস্থায় জনসার্থে ধর্মপাশা থানা থেকে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে তাকে ফের ধর্মপাশা থানা থেকে প্রত্যাহার করা হয়।

বার বার থানা থেকে প্রত্যাহারের সুযোগ সন্ধানী দেলোয়ার অপেক্ষা করতে থাকেন হাওর সীমান্ত জনপদঘেষা, অপরাধ প্রবণ এলাকা, সীমান্ত চোরাচালানের ঘাঁটি, জাদুকাটা, মাহারাম, শান্তিপুর, কলাগাঁও ছড়া নদীতে থাকা খনিজ বালি পাথর সমৃদ্ধ সিলেট রেঞ্জের সুনামগঞ্জের তাহিরপুর থানায় পোষ্টিং নিতে।

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর খোলস পাল্টে নিজেকে বিএনপি ঘরানার পুলিশ পরিদর্শক হিসাবে পরিচিতি করতে থাকেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্দর মহলে।

পুলিশের খুলনা রেঞ্জের যশোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর মো. ইকরাম হোসেন (সিআইভি ও সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ট্রাফিকে কর্মরত টিআই মোহাম্মদ হানিফকে মাধ্যম হিসাবে ব্যবহার করে মোটা অংকের ঘুষ দিয়ে ধরা দেয় সেই কাস্খিত তাহিরপুর থানার ওসির পোষ্টিং।
ইকরাম ও হানিফ সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত একাধিক থানার ওসি, এসআই, এএসআইকে লোভনীয় থানা, তদন্তকেন্দ্র, পুলিশ ফাঁড়িতে পোষ্টিং করার কথা বলে ফোন করে শিকার ফাঁদেে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
তাহিরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যোগদান করেন চতুর দেলোয়ার।

এরপর কখানো নিজেই সরাসরি সম্পৃক্ত থেকে আবার কোন কোন সময় থানা, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু বিপথগামী অসৎ অফিসারদের মাধ্যমে, ব্যাক্তিগত সোর্সকে কাজে লাগিয়ে সীমান্ত চোরাচালানে, মামলা, গ্রেফতার বাণিজ্য, জাদুকাটা নদীর খনিজ বালু-পাথর পরিবেশ ধ্বংসী সেইভ মেশিনে, নদীর পাড় কেটে বিভিন্ন কৌশলে চুরি করিয়ে দু’হাতে লুটেপুটে ঘুসের টাকায় নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন গুণধর ওসি দেলোয়ার।

অভিযোগ উঠেছে, তাহিরপুরে থাকা বিআইড্রব্লিউটির নামে অতিরিক্ত চাঁদাবাজি, ইজারাবিহীন শ্রীপুর-ডাম্পোর বাজার খেয়াঘাটের আড়ালে কোটগাড়ির নামে পাটলাই নদীর নৌ পথে চাঁদাবাজি, জাদুকাটা নদীর ঘাগড়া ঘাটের চাঁদাবাজি, বড়ছড়া, চারাগাঁও, বাগলী শুল্ক ষ্টেশনে কয়লা-চুনাপাথর সহ নানা চোরাকারবারি ও জাদুকাটা নদীর ইজারাদার চক্রকে অনৈতিক সুবিধা দিয়ে গোপনে লাখ লাখ টাকা ঘুস আদায় করছেন গুনধর ওসি দেলোয়ার।

তাহিরপুর থানার সামনের সড়ক পথ ব্যবহার করে ভারতীয় চিনি, পেয়াজ, মসলা, কসমমেটিকসের পিক যাতায়াত করলেও ওসির ইশারায় নিরাপদেই চলছে চোরাচালান বাণিজ্য।

সম্প্রতি একাধিক অটোরিক্সায় করে নিয়ে যাওয়া চিনির বড় চালান আটকের পরও ওসি চিনির চালান ছেড়ে দেন।

থানা সদর, বাদাঘাট, বালিজুরি, শ্রীপুর বাজার, একতাবাজার, লাকমা, বড়ছড়া সহ পুরো থানা এলাকা জুড়ে কমপক্ষে অর্ধশতাধিক ভারতীয় সেখ নাসির বিড়ি কারবারি রয়েছে।

থানা থেকে মাসোহারা দিয়ে গোপন সমঝোতায় আনা স্টাইকের (অলিখিত) মাসিক চুক্তির নামে ভারতীয় বিড়ি ব্যবসার আড়ালে বিড়ি চোরাকারবারিরা বিদেশি মদ, গাঁজা, ইয়াবা কারবার চালিয়ে গেলেও ওসি এসব চোরাকারকার ও চোরাকারবারিদের প্রতিরোধের নামে দায়সারা ভাব দেখান বলেও অভিযোগ রয়েছে।

ঘুস প্রদানকারী চক্র ওসিকে ঘুস দেয়ার বিষয়ে মুখে কুলূপ এটে থাকলেও ওসি ও চাঁদাবাজ, চোরাকারবারি চক্র, জাদুকাটা নদীর খনিজ বালু-পাথর চুরিকান্ডে অনেকটা সাধারন মানুষজনের মধ্যে স্পট হয়ে উঠেছে ওসি থানার আইনশৃস্খলা, মাদক, কয়লা, ভারতীয় বিড়ি, চিনিসহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে অদৃশ্য কারনে নিরব থাকলে লাখ লাখ টাকা গুস আদায়ে সরব রয়েছেন।
সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতার ভাই ও ভগ্নিপতি রাকাব, ইউপি সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, জাদুকাটার ইজারাদার আওয়ামী লীগ নেতা রতনের শ্যালক ইকরাম, ডালিম, লাউরগড়ের সাবেক ইউপি সদস্য মোস্তফা ওরফে ফুসকা মোস্তফা, ইউপি সদস্য আবু মিয়া, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জুনাব আলী, তার ভাই আলী আহমদ, ভারতীয় বিড়ি কারবারি আউয়াল সিকদার, বিড়ি কুদ্দুছ , বিড়ি সোহাগ, সীমান্তের বিএনপির কথিত নেতা হাবিবুর রহমান হবি, চাঁন মিয়া, আক্কল আলী, মাহমুদ আলী, হারুন, জহুর ঘাগটিয়ার বালিখোকো বাইট্যা মুজিবুর, মোদের গাঁওর যুবলীগ নেতা রিপন, তার ভাই রব্বানীসহ অনেকের নিকট থেকে গোপনে দৈনিক, সাপ্তাহিক, মাসোহারা হিসাবে ঘুস নিতেন ওসি।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করলে ঘুস দাতাদের ব্যাপারে কোন সদুক্তর দিতে পারেননি। এক পর্যায়ে ওসি বলেন, চোরাচালানীরা এখন আমার ভয়ে হিমশিম খাচ্ছে!

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে, নিহত ৯

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিল্লায় কাঁঠাল খাওয়ার পর দুই শিশুর রহস্যময় মৃত্যু

কুমিল্লার ৪ ব্যাংকে রেমিট্যান্স এসেছে ১৮১২ কোটি ১২৭ লাখ টাকা

বাঙ্গরায় জানালার গ্রীলে ঝুলেছিল মাদ্রাসা ছাত্রের লাশ, মৃত্যু নিয়ে রহস্য।

কুমিল্লায় সদর দক্ষিন এলাকাধীন চাষাপাড়ায় ৩৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ২

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বিআরবি এর বৈষম্যের বিরুদ্ধে অনির্দিষ্ট কালের কর্মবিরতি।

কুমিল্লায় ০৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ ০৫ জুন

চেয়ারেই বসে গেলেন শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি