নিজস্ব প্রতিবেদক //
পুলিশ সূত্রে জানা যায় যে, ১৫ ই আগস্ট দুপুরে
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিন মডেল থানা সংলগ্লে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে মা ও ছেলে নিহত হয়। কিন্তু মোটরসাইকেল চালক ইয়াছিন (বাবা) অক্ষত রয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তার নিজ বাড়িতে যাওয়ার সময় সদর দক্ষিন মডেল থানার সংলগ্নে পৌঁছালে পেছন থেকে একটি ক্যাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়।
নিহত ব্যাক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার বাগলপুর গ্রামের ইয়াছিনের স্ত্রী মিতু আক্তার (২৮) ও তার ১৬ মাস বয়সি ছেলে আলভী।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
দূঘর্টনা কবলিত ক্যাভার্ড ভ্যান ও মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।