যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়াসহ নানা আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ছবি: সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ
ফুল অর্পণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সৈয়দ রেফাঈ আবিদ, ডা. মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধান।
ছবি: ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা দিবসের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা দিবসের কর্মসূচি শুরু করেছি। দ্বিতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং বিজয়মেলার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গুলো সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করি।