ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তলবী সভায় নতুন কনভেনার কমিটি গঠন করেন। শনিবার ৩০ নভেম্বর বিকাল-৩-০০ ঘটিকার সময় সমিতির তলবী সভায় পূর্বের কমিটি বাতিল করে কনভেনিং কমিটি গঠন করা হয়।
এতে জনাব মো: সাইফুল আলমকে কনভেনার, জনাব এম, এ, বাতেনকে জয়েন্ট কনভেনারসহ ২৬ (ছাব্বিশ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাকী জয়েন্ট কনভেনারগন হলেন জনাব আক্তারুজ্জামান বাবুল, এ, এস, এম, আহম্মেদ খোকন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও আলমগীর কবির।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবারের তলবী সভায় ঢাকা শহর ও শহরতলীর পরিবহন সেক্টরের নীতি নির্ধারক ও বিভিন্ন বুট কমিটির মালিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিক্রমে আগের কমিটি বাতিল করে নতুন একটি কনভেনিং কমিটি গঠন করা হয়। যাতে আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেওয়া হবে।
এদিনের সভায় কাউন্সিলর কাজী জোবায়ের মাসুদ বলেন- আগষ্ট বিপ্লবের পর দেশের গোটা পরিবহণ খাতে সীমাহীন নৈরাজ্য ও বিশৃংখলা দেখা দেয়। পূর্বের কমিটির কেউ পালিয়ে দেশ ছেড়ে, কেউ দেশেই আত্মগোপনে থাকে। এর কুপ্রভাব পড়ে পরিবহন খাতে। বিশেষ করে সড়কে যানজট, দুর্ঘটনা ও গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রন কঠিন হয়ে পড়ে।
সেজন্যই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১২ (৫) ধারা মোতাবেক আজকের কনভেনিং কমিটি গঠনের প্রস্তাব দেন। এতে উপস্থিত কাউন্সিলর ও মালিকরা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। এ সময় কনভেনার মোঃ সাইফুল আলম দেশের পরিবহণ খাতে যুগান্তকারী পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে সকল বৈষম্য, চাদাবাজি ও অরাজকতা দূর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট