কুমিল্লায় লালমাই ভুশ্চি মুজিবনগর এলাকায় ফসলি জমিতে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম।
জানাযায় যুবকের নাম ফারুক(৩২), তিনি লালমাই থানার ভুচ্শি মুজিবনগর এলাকার মোঃ জয়নাল আবেদিন এর ছেলে,
পেশায় অটো চালক, তার একটি দের বছরের পুত্র সন্তান রয়েছে।
গতকাল রাতে আনুমানিক ১২টা – ১টার সময় যুবককে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে প্রথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। ছেলেটির হাত এবং পায়ের রগ কাটা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের মায়ের সাথে কথা বলে জানা যায়, গতকাল রাত ৯.০০ টার দিকে মুজিবনগরে তাদের নিজস্ব দোকানের উদ্দেশ্যে বের হয় এরপর আর বাড়ি ফেরেনি। সারারাত বাবা ও মা অনেক খুঁজাখুজি করে পাওয়া যায়নি। আজ সকাল (১৮ই নভেম্বর সোমবার) ৯.০০ টার সময় গ্রামের এক ব্যক্তি যুবকটিকে মৃত অবস্থায় দেখতে পায়।পরবর্তীতে জানাজানি হলে বাবা মা ঘটনারস্থনে এসে তাদের ছেলে বলে নিশ্চিত হন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়-স্বজনরা।
এ বিষয়ে ছেলেটির মায়ের সাথে কথা বলে জানা যায়, আশিক এবং শাকিলের কাছে টাকা পাবে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়,ছেলেটি কোন প্রকার দলীয় রাজনৈতিক কর্মকান্ডে জড়িত নয়। কেহ বা কাহারা তাকে হত্যা করেছে এখনো জানা যায়নি। এ নিয়ে লালমাই থানা পুলিশের সাথে কথা বলে জানা যায় অতি শীঘ্রই তারা তদন্ত করে, হত্যাকারী কে আইনের আওতায় আনবে। ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হসপিটালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট