কুমিল্লার লাকসামে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালের দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ের কেবিন মাস্টার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৬টা ৪০ মিনিটে মেঘনা এক্সপ্রেসে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন আসে। পৌনে ৭টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইঞ্জিন চট্টগ্রামমুখী করার জন্য পকেট লাইনে সান্টিং করতে গিয়ে ৬টা ৪৮ মিনিটে ইঞ্জিনের সবগুলো চাকাই লাইনচ্যুত হয়ে পকেট লাইনের শেষ মাথায় গিয়ে পড়ে যায়। পরে সোয়া ২ ঘণ্টা বিলম্বে বিকল্প একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটি সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট