অনলাইন ডেস্ক //
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জেলের মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। সোমবার সকালে উপজেলার দিঘিপাড় ইউনিয়নের সরিষাবন কান্দাবাড়ি পদ্মা শাখা নদীতে মজুল মোল্লার মাছ ধরার চাইয়ে সাপটি ধরা পড়ে।
এ বিষয়ে জেলে মজলু মোল্লা জানান, মাছ ধরার জন্য বাড়ির পাশে পদ্মা শাখা নদীতে চাই ফেলি। সকালে চাই তুলে দেখতে পাই এর ভেতরে একটি বিষধর সাপ। পরে দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে সকলে সাপটি দেখার জন্য ভিড় জমায়। সাপটি প্রায় সাড়ে ৪ ফুট লম্বা। পরে সাপটি সাধারণ জনগণ মেরে ফেলে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আরিফ হালদার জানান, বর্ষা মৌসুমে এ অঞ্চলে নানা প্রজাতির বিষধর সাপ দেখা দেয়। এতে করে এ অঞ্চলের মানুষ ঝুঁকিতে থাকে। তাই সকলে সর্তকতার সাথে জেলেদের মাছ ধরতে হবে।
সৃূত্র দেশ রুপান্তর, অনলাইন ডেস্ক
Facebook Comments Box