কুমিল্লা বুড়িচং এলাকায় ১নং রাজাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল। তারা জানান গত ০৮ অক্টোবর ২০২৪ ভোরে ০৪.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক দিক নির্দেশনায় অভিযান চালায়। এসময় হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাড় হতে
১৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উত্তরগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে মোঃ ফিরোজ মিয়া (৪২)৷
উক্ত বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ জানায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত ঘটনার বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মামলা রুজু করা হয়।