প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।
তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট