গত কয়েকদিন যাবৎ চলমান কোটা আন্দোলনকে ঘিরে দেশের ভিবিন্ন জায়গায় পুলিশের ওপর অতর্কিত হামলা ও নিহত খবর পাওয়া গেছে। এরই মধ্যে নো ডিউটি, নো সার্ভিস ঘোষণা করেছেন পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশের একটি গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদক অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষেরর কাছে পুলিশের ভাব-মূর্তি ব্যপক ভাবে ক্ষুন্ন হয়েছে। যার ফলে গত ০৫/০৮/২০২৪ খ্রিঃ তারিখ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০ টি থানা ও ৭০ টির মত পুলিশ স্থাপনায় অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্থন কর্মচারী সংগঠন” অদ্য ০৬/০৮/২০২৪ খ্রিঃ তারিখ হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষনা করছে।
ঘোষনাক্রমে অধস্থন কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ।