টাঙ্গাইল জেলা প্রতিনিধি//
মোঃ চাঁন মিয়া ওরফে চানু বাদী বে-আইনী জনতাবন্ধে বসতবাড়ী ও নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে গুরুতর ও সাধারণ জখমসহ বাড়ীঘর, নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভাংচুর করিয়া ক্ষতিসাধন, হুকুম প্রদান এবং ভয়ভীতি প্রদর্শনের অপরাধ এবং ক্ষতির পরিমাণ অনুমান ৬,৬৫,০০০/- টাকার 143/447/448/323/324/ 325/326/307/427/506/ 114 The Penal Code, 1860: দায়ের করা মামলায় ধনবাড়ীর সাবেক বিএনপি নেতা কামাল হোসেন ওরফে মিন্টু তালুকদার এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, গত ০৩ এপ্রিল, ২০২৪, রাত অনুমান ১০:৪৫ ঘটিকায় ১. ধনবাড়ি থানাধীন নরিল্যা সাকিনস্থ আরফান বাড়ী মোড়স্থ জনাব আলহাজ্ব হারুনার রশিদ হীরা চেয়ারম্যানের নির্বাচনী অফিস, ২. ধনবাড়ি থানাধীন নরিল্যা পুরাতন বাজার সাকিনস্থ মনু মাষ্টারের বসতবাড়ী, দোকান ও নরিল্যা ক্লাব, ৩. ধনবাড়ি থানাধীন নরিল্যা চৌরাস্তার উত্তর পাশে বাদীর মাছের আড়ৎ কাম বাদীর সমর্থীত প্রার্থী হীরা চেয়ারম্যানের নির্বাচনী অফিস, নরিল্যা, ধোপাখালী, ধনবাড়ি, টাঙ্গাইল,
বসতবাড়ী ও নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে গুরুতর ও সাধারণ জখমসহ বাড়ীঘর, নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভাংচুর করিয়া ক্ষতিসাধন করেন ।
১৫ জন কে আসামী করে মামলা দায়ের করেন মোঃ চাঁন মিয়া ওরফে চানু (৪০), পিতা-মৃত আবুল কাশেম স্থায়ী: গ্রাম: নরিল্যা, উপজেলা/থানা- ধনবাড়ি, জেলা-টাঙ্গাইল,
এ মামলার বাদী মোঃ চাঁন মিয়া ওরফে চানু বলেন, সাবেক বিএনপি নেতা কামাল হোসেন ওরফে মিন্টু তালুকদারের যেন কঠিন শাস্তি হয় আমি এ আশা রাখি।