বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধনবাড়ীর সা‌বেক বিএনপি নেতার হামলা ও সন্ত্রাসী কার্যক্রম মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২০, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
পঠিত: ২০ বার

টাঙ্গাইল জেলা প্রতি‌নি‌ধি//

মোঃ চাঁন মিয়া ওরফে চানু বাদী বে-আইনী জনতাবন্ধে বসতবাড়ী ও নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে গুরুতর ও সাধারণ জখমসহ বাড়ীঘর, নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভাংচুর করিয়া ক্ষতিসাধন, হুকুম প্রদান এবং ভয়ভীতি প্রদর্শনের অপরাধ এবং ক্ষতির পরিমাণ অনুমান ৬,৬৫,০০০/- টাকার 143/447/448/323/324/ 325/326/307/427/506/ 114 The Penal Code, 1860: দায়ের করা মামলায় ধনবাড়ীর সা‌বেক বিএনপি নেতা কামাল হোসেন ওরফে মিন্টু তালুকদার এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, গত ০৩ এপ্রিল, ২০২৪, রাত অনুমান ১০:৪৫ ঘটিকায় ১. ধনবাড়ি থানাধীন নরিল্যা সাকিনস্থ আরফান বাড়ী মোড়স্থ জনাব আলহাজ্ব হারুনার রশিদ হীরা চেয়ারম্যানের নির্বাচনী অফিস, ২. ধনবাড়ি থানাধীন নরিল্যা পুরাতন বাজার সাকিনস্থ মনু মাষ্টারের বসতবাড়ী, দোকান ও নরিল্যা ক্লাব, ৩. ধনবাড়ি থানাধীন নরিল্যা চৌরাস্তার উত্তর পাশে বাদীর মাছের আড়ৎ কাম বাদীর সমর্থীত প্রার্থী হীরা চেয়ারম্যানের নির্বাচনী অফিস, নরিল্যা, ধোপাখালী, ধনবাড়ি, টাঙ্গাইল,
বসতবাড়ী ও নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে গুরুতর ও সাধারণ জখমসহ বাড়ীঘর, নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভাংচুর করিয়া ক্ষতিসাধন ক‌রেন ।

১৫ জন কে আসামী ক‌রে মামলা দায়ের করেন মোঃ চাঁন মিয়া ওরফে চানু (৪০), পিতা-মৃত আবুল কাশেম স্থায়ী: গ্রাম: নরিল্যা, উপজেলা/থানা- ধনবাড়ি, জেলা-টাঙ্গাইল,

এ মামলার বাদী মোঃ চাঁন মিয়া ওরফে চানু বলেন, সা‌বেক বিএনপি নেতা কামাল হোসেন ওরফে মিন্টু তালুকদারের যেন কঠিন শাস্তি হয় আমি এ আশা রাখি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা