গতকাল ০২ নভেম্বর ২০২৪ তারিখে রাত ১২.৫০ মিনিটে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ প্রাইভেট কার ধাওয়া করে, কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুট ওভারব্রিজের নীচে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৮০ কেজি গাঁজা, মাদক পরিবহণের চালককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
আটককৃতব্যাক্তি হলো চালক ১৷ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মিন্নতনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইব্রাহীম (৩৮)৷ এসময় মাকদ পরিবহনে প্রাইভেটকারটি আটক করা হয়।
উক্ত বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট