প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আমিন ও সাধারণ সম্পাদক হাবিব।
এসো মিলি বন্ধনে, শিকড়ের সন্ধানে—এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আমিন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবিব।
বুধবার সদ্য সাবেক সভাপতি শাকিল হোসাইন সাগর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
পরিষদের নতুন সভাপতি মো. আমিন মিয়া বলেন, মুরাদনগর থেকে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে আসে। আমাদের কমিটি তাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করতে এবং তাদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে।
সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব বলেন, ঢাকায় পড়তে আসা মুরাদনগরের শিক্ষার্থীদের কাছে ‘ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ’ একটি আস্থার ঠিকানা। এরকম একটি সংগঠনের নেতৃত্বে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। তাদের শিক্ষাসংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানে সহযোগী হতে চাই। এর বাইরেও মুরাদনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করতে চাই।
প্রসঙ্গত সংগঠনটি দীর্ঘ নয় বছর যাবৎ ঢাকায় অধ্যায়নরত মুরাদনগর উপজেলার শিক্ষাথীদের কল্যাণে বিভিন্ন সেচ্ছাসেবী মূলক কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় সামনে দিনগুলোতে উক্ত সংগঠন ছাত্র–ছাত্রীদের কল্যাণেকাজ করার লক্ষ্য নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ নবনির্বাচিত সভাপতি ওসাধারণ সম্পাদক।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট
Copyright © 2024 News Nest. All rights reserved.