বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগের নেতা মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা–পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় করা মামলায় আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট