কুমিল্লা প্রতিনিধি //
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ২৬/০৬/২৪ ইং বিকেল ০৫.১৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানার ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ(৫০) ও তার আপন ভাই মোঃ বাহার (৩৩) তাদের মধ্যে নিজ বাড়ির উঠানে ছাগল পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী বাহার তাঁর নিজ ঘর থেকে লোহার ধারালো বটি এনে পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে। উক্ত আঘাতের ফলে ইলিয়াছ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিকভাবে মোঃ ইলিয়াছকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকশ টিম স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাহার (৩৩) কে গ্রেফতার করা হয়।
পুলিম জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাহার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি তাঁর দেখানো স্থান হতে উদ্ধার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।