বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে AK-47 দিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী নোয়াখালীর সোনাইমুড়ী থেকে গ্রেফতার

ঢাকা আউটলুক ডেস্ক :
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
পঠিত: ১৫ বার

গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনরত ছাত্র-জনতার উপর AK-47 সদৃশ ভারী ও অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি কুখ্যাত যুবলীগ কর্মী সুলাইমান বাদশাকে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। ভুক্তভোগী ভিকটিম মোঃ ইমরান হোসেন (২১) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। সে গত ০৪ আগস্ট ২০২৪ইং তারিখে ১১. ০০ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগান দিতে থাকে। ছাত্র জনতার কর্মসূচি চলাকালীন এজাহারনামীয় সাবেক একজন কাউন্সিলর এবং অপরাপর আসামিদের সাথে কুখ্যাত যুবলীগ কর্মী সুলাইমান বাদশা অবৈধ অত্যাধুনিক ও বাড়ি অস্ত্র সহকারে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং বোমা বিষ্ফোরণ ঘটালে ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে দিক-বেদিক ছুটাছুটি করে পালাতে থাকে। এ সময় ভিকটিম মোঃ ইমরান হোসেন ও তার অন্যান্য সহপাঠীরা দৌড়ে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনের সম্মুখে রাস্তার উপর পৌঁছালে আসামিগণ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে সে কৌশলে তা প্রতিহত করলে তার বাম হাতের দুইটি আঙ্গুল হাড় সহ আংশিক কেটে গুরুতর রক্তাক্ত যখম হয় এবং অপর একটি কোপ তার তলপেটে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে সে মাটিতে পড়ে যায়। অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর করে তার কাছে থাকা নগদ ১২০০ টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার এফআইআর নং-০৭, তারিখ- ০৩ সেপ্টেম্বর ২০২৪ইং, জিআর নং-৩৬৩, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/ ৩৭৯/১১৪/৫০৬, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত যুবলীগ কর্মী সুলাইমান বাদশা নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ ০৫.৩০ মিনিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুলাইমান বাদশা, পিতা- আবু তাহের, সাং- কালুয়াই, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, বর্তমানে- আলফালা গলি, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানো অস্ত্ররাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে

দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি – বেনজির আহমেদ

বিএসএফের গুলিতে নিহতের ২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবক কামালের মরদেহ হস্তান্তর

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ৬ পুলিশ সদস্য!

ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি: প্রকৌশলীকে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা

কুমিল্লা সদর দক্ষিন পুলিশের চৌকস টিমের অভিযানে ০৯টি ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার।

র‍‍্যাব ১১, এর অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

কুমিল্লায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক এক

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় লীগ নেতা প্রাণ হারিয়েছেন।