সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাজহার ছিলেন পুলিশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গত রোববার দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শোয়াইবুর রহমান ও সজীব সরকার। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ।
মাজহারুল গুলশান থানায় ওসি থাকাকালীন মাসে কোটি কোটি টাকা মাসোহারা নেয়ার ও অনেক অভিযোগ ছিল।
তার একান্ত ক্যাশিয়ার ছিলেন কনস্টেবল নুরু।
অথচ গুলশান থানা থেকে সকল অফিসারকে বদলি করা হলেও এই কনস্টেবল নুরু এখনও বহাল তবিয়তে রয়ে গেছেন
© www.newsnewstbd.com
নিউজনেস্ট