নিজস্ব প্রতিবেদক //
২৬ জুন ২৪ রোজ বুধবার দুপুর ১২.৩০ মিনিটের সময় সদর দক্ষিন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে চট্টগ্রাম টু ঢাকামুখি মহাসড়কের পাকা রাস্তার উপর সিএনজি ছিনতাই করার উদ্দেশ্যে ওত পেতে রয়েছে।
উক্ত বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়াকে অবহিত করলে তিনি
এসআই (নিঃ) গনেশ চন্দ্র শীল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর দক্ষিণ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিসহ ১ জনকে আটক করতে সক্ষম হয়।
আটকৃতরা আসামী হলো ১। নাঙ্গলকোট থানার চটিতলা গ্রামের মঞ্জুরুল আহসান জিলানীর ছেলে
মো: আব্দুল মমিত কাফি প্রকাশ রানা (২৭), জেলাঃ কুমিল্লা
উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৪৪, তারিখ-২৬/০৬/২০২৪ ধারা-৩৭৯পেনাল কোড ১৮৬০ এ মামলা রুজু করা হয়।
সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, উক্ত বিষয়ে সংবাদ পাওয়া মাত্রই সদর দক্ষিন মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করেন। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট