শনিবার , ১ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ১, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
পঠিত: ৩৪ বার

কুমিল্লা সদর দক্ষিনে ১নং বিজয়পুরস্থ কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধর।

গোপন অনুসন্ধানে জানা যায় যে, মারধর কারী ব্যাক্তিরা হলেন…….
১। আবু খায়ের (দোকানীর ভাই)
২। শাহাজান (শাহজাহন স্টোর এর স্বত্তাধীকারী)
৩। তানভির ( যে ভিক্টিম এর গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করতে চেয়েছিল৷
৪। হাবিব (এলাকার)
৫৷ মান্নান ( ওই এলাকার)
৬৷ দুলাল (ওই এলাকার)
৭৷ আবুল (ওই এলকার)
৮৷ বশির সিএনজি ড্রাইভার

গত ২১ মে সকাল ১১:০০ টায়, কাশিপুর এলাকায় এঘটনা ঘটে। যাহা ১নং বিজয়পুরের ইউনিয়নের অন্তর্গত। ওই এলাকার চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, উক্ত বিষয়ে জানতে চাইলে তানভীর হোসেন পারভেজ জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
স্থানীয় লোকজন এবং শাহাজহান ষ্টোর নামীয় স্বত্বাধিকারী শাহজাহানের ছেলে সাব্বির জানান তার দোকান থেকে নোয়াপাড়া মাদ্রাসার কথা বলে একটি গ্যাসের সিলিন্ডার, চাল এবং বিভিন্ন পন্য নিয়ে টাকা না দিয়ে সিএনজি যোগে চলে যায়, পরবর্তীতে শাহাজাহানসহ স্থানীয় লোকজন যাওয়ার পথ রোধ করে কিছমত এলাকায় তাকেসহ সিএনজি আটক করে। পরবর্তীতে লোকজন কিছমত এলাকা থেকে কাশিপুর এলাকায় এনে এলোপাথাড়ি মাড়ধর করেন।
একপর্যায়ে তাকে ট্রেন রাস্তায় ফেলে মেরে ফেলার হুমকি প্রদান করেন, যাহা ভিডিওতে বলতে শোনা যাচ্ছে। তার নাম, তিনি বলেন সোহেল, সে নাকি আরও অন্যান্য যায়গায় এসব প্রতারণা করে আসছে।

পরিশেষে বলা যায় যে, অপরাধী যত অপরাধ করুক না কেন, দেশে প্রচলিত আইনে একজন প্রতারক হলেও তাকে মারধর করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং আইন অমান্য করা দন্ডনীয় অপরাধ।
এমন অপরাধে প্রশাসনের দৃষ্টি কামনা করছে সুশিল সমাজ।

###প্রশ্ন থেকে যায় যে দোকানী এত টাকার পন্য বাকিতে বিক্রি করলেন কেনো? যদি ওই লোকটাকে না চিনে থাকেন?
##অনেকেই বলাবলি করছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দোকানী ভাল প্রকৃতির লোক নহে। তার ভয়ে (শাহাজাহান) কেহ কথা বলতে রাজি নহে।
তদন্তের সার্থে আরও কিছু নাম বলা সম্ভব নহে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিন থানা পুলিশের অভিযানে চোরাই সিএনজি সহ গ্রেফতার ০১।

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

কুমিল্লা সদর দক্ষিনে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কুমিল্লায় হাসপাতাল থেকে সাপে কাটা গৃহবধূকে নিয়ে কবিরাজের বাড়ি ; অবশেষে মৃত্যু

মুরাদনগরে আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে প্লান্টিনাম জয়ন্তী পালন

দোহার-নবাবগঞ্জের দুটি মামলায় সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লায় ১৯.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নো ডিউটি, নো সার্ভিস ঘোষণা করেছেন, বাংলাদেশ পুলিশ।

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল,গুলি,ম্যাগাজিনসহ ০৪জন ডাকাত গ্রেফতার