কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহায়তায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ সদর দক্ষিণ এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (২৪ জুন) কুমিল্লা সদর দক্ষিণ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ২ টি পরিবহনকে ২ টি মামলায় ৬,৫০০ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনে শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে এবং শব্দ দূষণ না করতে সতর্ক করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।
মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভূমি অফিসার সৈয়দ রেফাঈ আবিদ ও মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন এবং পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মুর্শেদ, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন ও পুলিশ প্রশাসন, কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।