
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার ধনাইতরী গ্রামের হান্নানের পরিবারে কয়েকজন লোক দরবেশের আলখেল্লা পড়ে সাথে তিন থেকে চার জন সেবক নিয়ে অভিনব কায়দায় দীর্ঘদিন থেকে ঝারফুক দিয়ে বিভিন্ন ইসলামিক কথাবার্তা আচরণ করে বিশ্বাস জমিয়ে ঘরের বিভিন্ন মূল্যবান স্বর্ন টাকা মোবাইলফোন নিয়ে কেটে পড়ার অহরহ অভিযোগের মত ঘটনা ঘটিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র সক্রিয় ছিল বিষয়টি কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খানের নজরে আসলে তিনি উক্ত চক্রটিকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান দেন।
উক্ত নির্দেশ পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধনে সাব ইন্সপেক্টর ইমামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই প্রতারক চক্র কে ধরতে অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হল লাকসাম থানার খুমতা হাজী বাড়ির জয়নাল হোসেনের পুত্র( ভন্ড দরবেশ) মোহাম্মদ খোকন (৩৭), কেমতলী রবিউলের পুত্র রাকিব হোসেন রকি(১৮), মিশ্রি কাজী বাড়ির সিরাজ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৮) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে মোজাম্মেল হোসেন (৩৫)”কে আটক করে।
সদর দক্ষিন মডেল থানা পুলিশ আজ জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং পরবর্তীতে রিমান্ড এর জন্য আবেদন করেন। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।