কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ডাকাতির প্রস্তুতকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) ভোররাত ৩ টা ২০ মিনিটের দিকে উপজেলার চৌয়ারা টু মাটিয়ারা এলাকার পরিত্যক্ত একটি হোটেল থেকে পুলিশ ৩ জনকে আটক করে বাকি ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়।
আটককৃতরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩২), একই এলাকার সোলাইমান মিয়ার ছেলে ইউসুফ (২২), আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের দিকে পুলিশের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানতে পারে যে, চৌয়ারা টু মাটিয়ারা এলাকার পরিত্যক্ত একটি হোটেলে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে ডাকাতরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়, বাকি ৬/৭ জন পালিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে ১টি সিলভার রংয়ের প্রাইভেট কার, ১ টি ইলেকট্রিক করাত (গাছ কাটার মেশিন), ১ টি নেভি ব্লু রংয়ের লোহার রোলার, ১ টি প্লাস্টিকের গোলাকার পিভিসি পাইপ, ১ টি গুলতি (হাতল ও রাবারসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাতদের আটক করে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে। ডাকাতির বিষয়ে যে টের পাবে সে ব্যক্তি আমাদের জানালে সাথে-সাথে আমাদের টিম সেখানে পৌঁছে যাবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।