নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞাত গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৪৭), সে ঢাকা কেরানীগঞ্জ থানার খেজুরেরবাগ এলাকার শাহেদ আলীর ছেলে।
স্হানীয়রা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখি একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। কিছুক্ষন পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শরীফ জানান, তিনি ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box