আজ সোমবার জাতীয়তাবাদী যুবদল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মনোহরগঞ্জে যৌথ কর্মীসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলার যুবদলের আয়োজনে সোমবার বিকেলে ৪ টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মান্দারগা বাজার উচ্চবিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি’র সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম মুঠোফোনে জানান, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি ও দর্শন নিয়ে চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি গণতন্ত্র পুনঃরুদ্ধার করেছেন।
তিনি বলেন, এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই তিনি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তিনবার প্রধানমন্ত্রী ও দুই বার বিরোধীদলীয় নেত্রী হয়েছেন। এখন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্যই লড়াই সংগ্রাম করছেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ও ১৮ কোটি জনগণের প্রাণের দল বিএনপি, জনগণের ভোটের মাধ্যমে আবারও দেশ পরিচালনার দায়িত্বে আসবে,ইনশাআল্লাহ।
সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী মুঠোফোনে জানান, বিএনপি নেতা কর্মীদের আচার ব্যবহার ও দৈনন্দিন পথ চলা যেন আওয়ামী স্টাইলে না হয়। আওয়ামী লীগ জাতীর সাথে যে অন্যায় অবিচার করেছে তা যেন আমরা না করি। আওয়ামী লীগের সাথে আমাদের তফাৎ থাকতে হবে।আমাদের কর্মকাণ্ড দেখে যেন কোন সাধারণ মানুষ বিএনপি বিমুখ না হয়।