নিজস্ব প্রতিবেদক//
আজ ২০/০৬/২০২৪ বৃহস্পতিবার ০৭.৪৫ মিনিটে বুড়িচং থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ নূরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচোড়া দক্ষিণ পশ্চিম পাড়া নুর মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করা কালে একটি টয়োটা মাইক্রোবাসকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পায়ে গাড়ী চালক ও গাড়ীতে থাকা ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশীকালে গাড়ীর পিছনে থাকা ০৭টি চটের বস্তায় ১৪০(একশত চল্লিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক ও একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।
উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান খন্দকার।
উক্ত ঘটনার কুমিল্লা এর বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খন্দকার জানান, পলায়নকারী আসামিদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের অভিযান নৈমিত্তিক অব্যাহত থাকবে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট