নিজস্ব প্রতিবেদক //
গত ৩০/০৬/২০২৪খ্রি: তারিখ রাত ০৩.০০ সিনিটের সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ০৪ নং আমড়াতলী ইউনিয়নের বাঁশমঙ্গল কালভার্টের উপর হতে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাফী(৩৭), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-জোবেদা বেগম ,স্থায়ী: গ্রাম- তালুক ভুবন, উপজেলা/থানা- গঙ্গাচরা, জেলা -রংপুরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৭ তারিখ-৩০/০৬/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
কোতোয়ালী থনার পুলিশ আরও জানায়, আসামীর বিরুদ্ধে পূর্বের মামলা সমূহ:
(ক) কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৭২, তারিখ- ২৪ ডিসেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
(খ) রংপুর এর গঙ্গাচরা থানার ,এফআইআর নং-২৫, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০১৭ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮ /৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৪৩৬/৩৮০/৩৫৪/৪২৭/১১৪ পেনাল কোড-১৮৬০;
(গ) কুমিল্লা এর কুমিল্লা সদর দক্ষিণ থানার ,এফআইআর নং-৩১, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।