নিজস্ব প্রতিবেদক //
গত ২২/০৬/২৪ তারিখে রোজ শনিবার মামলার বাদী সফিকুল ইসলাম শুভ (২৪), পিং-মোঃ নুর ইসলাম, মাতা-বিলকিস বেগম, গ্রাম-শ্রীধরপুর, ০৯ নং ওয়ার্ড, ০২ নং দূর্গাপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ০৪ জন বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, গত ২২/০৬/২০২৪ কুমিল্লা পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে আসার পথে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের অন্তর্গত নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় বিসমিল্লাহ পাম্পের সামনে চট্টগ্রাম মুখী মহাসড়কের উপর অজ্ঞাতনামা বিবাদীরা একটি অটোরিক্সা যোগে বাদীর সামনে আসিয়া দাঁড়ায়। এই সময় বিবাদীদের হাতে থাকা সুইচ গিয়ার ছুরি ও চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন করিয়া বাদী সফিকুল ইসলাম শুভ (২৪) কে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারিয়া তাহার সমস্ত শরীরে গুরুতর জখম করেন। একপর্যায়ে বিবাদীরা তাহার নিকট থাকা মানিব্যাগে রক্ষিত নগদ ২৭,০০০/- টাকা সহ বাদীর প্যান্টের বাম পকেটে থাকা তাহার ব্যবহৃত একটি TECHNO KE-7, মডেলের মোবাইল ফোন, মূল্য অনুমান ২৫,০০০/- টাকা, যাহার ভিতরে বিবাদীরা জোরপূর্বক ছিনাইয়া নিয়া যায়। উক্ত বিষয় সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-৪০, ২২/০৬/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই/মোরশেদ আলমকে প্রদান করা হয়। পরবর্তীতে অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লার দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় এসআই/মোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের ধর্মপুর ও দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ জন ছিনতাইকারীকে আটক করতে সমক্ষম হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো ১। কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত মাহে আলমের ছেলে মেহেদি হাসান রাব্বি(২৫), ২। কোতোয়ালী মডেল থানার সাতওড়া চম্পক নগর এলাকার কামাল হোসেন এর ছেলে কামরুল হাসান রিফাত(২০), ৩। কোতোয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের কামাল হোসেন এর ছেলে মোঃ আলামিন(১৯)। এসময় আসামীদের কাছ থেকে
ছিনতাইকাজে ব্যবহৃত অট্রোরিক্সা, সুইচ গিয়ার ছুরি, চাকু এবং লুণ্ঠিত মোবাইল ফোন, নগদ ৪,০০০/-টাকা উদ্ধার পূর্বক ২৩/০৬/২০২৪, রাত ০১:৩০ ঘটিকার সময় জব্দ করা হয়।
উক্ত বিষয়ে আসামীদের আদালতে সোপর্দ করা।
আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিন মডেল থানার তদন্ত (ওসি) খাদেমুল বাহার। তিনি বলেন অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর দক্ষিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়ার নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।