প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর বাটপাড়া এলাকায় রবিবার ভোরে একটি মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম মিজান (৩৩) এবং আহতের নাম সামিয়া ইসলাম (২১)।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ০৩ নভেম্বর ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকামূখী একটি মাইক্রোবাস, নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং এক যাত্রী গুরুতর আহত হন।খবর পেয়ে চৌয়ারা বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এং নিহত ব্যক্তিকে উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করে। আহতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট
Copyright © 2024 News Nest. All rights reserved.