নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লা সদর দক্ষিণ যাত্রাপুর মধ্যেম পাড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ ৩১ মে ২৪ দুপুরে ১২:৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ভূক্তভুগী মাওলানা শফিকুল ইসলাম বলেন, তিনি প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর জন্য অন্য একটি মসজিদে নিযুক্ত আছেন। সকালের দিকে তিনি নামাজ পড়ানোর জন্য বেড়িয়ে যান। বাড়িতে কেউ ছিলেন না। তার স্ত্রী মেয়ের বাড়িতে বেড়াতে যায় এবং তার ছেলেসহ, ছেলের স্ত্রী শশুুড় বাড়িতে বেড়াতে যায়। বাড়িটি তালাবদ্ধ অবস্থায় রেখে যান। পরবর্তীতে তিনি বিকেলের দিকে বাড়িতে এসে দেখেন গেটের তালা ভাঙা অবস্থা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে দেখেন, ঘরের আলমারির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তিনি জানান তার কাছে গচ্ছিত রাখা ১০ লক্ষ টাকা এবং স্বর্ণালংকার নেই। পরবর্তীতে তিনি তার ছেলেকে খবর দেয় এবং জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। জরুরি সেবা ৯৯৯ এ কল করলে সদর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ প্রদান করার জন্য বলেন।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট