# আহত ব্যাক্তিগন চিকিৎসার জন্য -কুমেক হসপিটালে
#অভিযোগ করলে মামলা নিব-ওসি
নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার ৩১ মে সকাল ৯টার দিকে পূর্বধৈর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিরিন আক্তার ওই গ্রামের সহিদ সরকারের স্ত্রী। এছাড়াও এ ঘটনায় মোঃ সামেদ সরকার নামে আরো একজন আহত হয়েছেন।
হামলায় গুরুতর আহত শিরিন আক্তারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে(কুমেক) ভর্তি করা হয়েছে। সামেদ সরকারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সহিদ সরকারের বড় ভাইয়ের ছেলে আরফাত সরকার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আমি চাচি শিরিন আক্তার মহেশপুর বাজারের পাশে স্বজল ডাক্তারের বাড়িতে ছাত্রদের প্রাইভেট পড়াচ্ছিলাম। এসময় ১০/১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। খবর পেয়ে আমাদের প্রতিবেশি সামেদ সরকার ঘটনাস্থলে গেলে তার উপরও হামলা চালানো হয়। পরে তাদেরকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাই। তখন এলাকাবাসী ক্ষুব্দ হয়ে হামলাকারীদের প্রতিহত করে। চাচির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবো।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঙ্গবাজার থানার তদন্ত কর্মকর্তা অমর চন্দ্র জানান, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাইনি। আহতরা চিকিৎসার জন্য কুমিল্লায় চলে গিয়েছে। তবে জানতে পেরেছিল দুই পক্ষের পক্ষে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভিকটিমরা আসলে আমরা মামলা নিবো।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট