অনলাইন ডেস্ক//
কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক (ডিজিএম) এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) এ অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।
মামলার আসামিরা হলেন- কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম (৫৬)। তারা বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।
দুদক উপপরিচালক ফজলুল হক জানিয়েছেন, কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন। যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া।