আজ ২৩/০৫/২০২৪ তারিখে, রাত ০২.৪৫ মিনিটে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ০১ টি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ।
আটককৃতরা হলেন ১। যোগ্যছোলা ০৬নং ওয়ার্ড খোরশেদ আলমের ছেলে মোঃ মোরশেদ আলম ওরপে সোহেল(২৫), থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি ২।
২। মাছিমপুর ০৪নং ওয়ার্ডেরন হাজী তোফায়েলের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৮), থানা- সুধারামপুর, জেলা- নোয়াখালী, ৩। যোগ্যছোলা গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৫), থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি, ৪। পশ্চিম সাপমাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ ওমর ফারুক(১৯), থানা- ভুজপুর, জেলা- চট্টগ্রাম।
উক্ত ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।