নিজস্ব প্রতিবেদক //
৩১ জুলাই র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৩১ জুলাই) র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন হাউজিং এষ্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যাসায়ীকে আটক করে।
আটকৃতরা হলেন, ১। কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোঃ জামাল (৫২), ২। চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের মৃত ইয়াকুব মিয়া এর ছেলে মোঃ ইউসুফ মিয়া (৪০), ৩। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মুন্সীখিল গ্রামের মুজিবুর রহমান এর ছেলে মোঃ আবু বক্কর (২২)।
র্যাব জানায় এ সময় আসামীদের হেফাজত হতে ৯৬ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায় যে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত গাড়ি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।