ইন্টার্নশিপ বহাল সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১০ টায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন কুমিল্লা সরকারী ম্যাটসের শিক্ষার্থীরা।
তাদের দাবী গুলো হলো; অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে র্যলী করেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন; কুমিল্লা সরকারী ম্যাটসের তৃতীয় বর্ষের পার্থ দাস, দ্বিতীয় বর্ষের জুবায়ের পুরাতন প্রথম বর্ষের ফৌজিয়া আক্তার, সাইদুর রহমান শাওন, প্রথম বর্ষের মারিয়া আক্তার।
জানা গেছে ; গত বছরও ম্যাটস শিক্ষার্থীরা ৪ দফা দাবী নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালালেও তেমন সুফল পাওয়া যায় নি। তবে এ বছর তাদের দাবী আদায় না হলে- কঠোর আন্দোলনের ডাক দিয়ে লং মার্চ টু ঢাকা অবস্থান কর্মসূচী পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট