কুমিল্লা জেলার কোতোওয়ালী এলাকার অন্তর্ভূক্ত সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে ০১ টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড কার্তুজ
উদ্ধারসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১।
আজ শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপত্তিতে লেঃ মোঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বার্তায় র্যাব এ তথ্য জানিয়েছে।
আটককৃত ব্যাক্তিরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া এর ছেলে মোঃ আল আমিন(৩৩) এবং একই গ্রামের বাবুল মিয়া এর ছেলে আবুল কাশেম (৩৪)।
র্যাব জানায় যে, প্রাথমিক অনুসন্ধানে তারা স্বীকার করে যে, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আল আমিন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। র্যাব জানায় এইসব অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।